দেশের সময় ওয়েবডেস্কঃ জ্যৈষ্ঠের শেষ লগ্নে এসে গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসি। জেলাগুলোতেও অস্বস্তি ভালই মালুম হচ্ছে। গত কয়েক দিন ধরে এমনিতেই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম রয়েছে। তবে সোমবার বিকেলের বৃষ্টিতে মিলেছে ক্ষণিকের স্বস্তি৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানাগিয়েছে,আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এ সপ্তাহেই এই নিম্নচাপের হাত ধরে বর্ষাও ঢুকে পড়বে রাজ্যে। যদিও বাতাসে জলীয়বাষ্প থাকার কারণে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলবে না। তবে সাময়িক ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে স্বস্তি মিলবে মাঝে মধ্যে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা সহ দুই ২৪ পরগনা,নদিয়া, হাওড়া,হুগলি, বর্ধমান, পূর্বমেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ১২ জুনের মধ্যে রাজ্যে বৃষ্টি ঢুকে পড়বে। মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাংশ হয়ে মৌসুমি বায়ু উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এগিয়ে এসেছে।