চলতে শুরু করল হাওড়া ষ্টেশনের পাখা, বিদায় নিচ্ছে শীত, বেলা বাড়ার সাথে চড়ছে পারদ

0
516

দেশের সময় ওয়েব ডেস্কঃ শীতের দিন গুলিতে বন্ধ ছিল আজ দুপুর থেকে চলতে শুরু করল হাওড়া প্লাটফর্মের সমস্ত বিদ্যুৎ চালিত পাখা।কারণ কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলেছে। রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও শীত এবার বিদায় নিচ্ছে বলা চলে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক দিনের মধ্যে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে রাজ্য থেকে।

সোমবার দুপুরে হাওড়া প্লাটফর্ম এর পাখা গুলো চলতেই রেল যাত্রীরা একসাথে বলে উঠলেন উফ বাঁচাগেল স্বস্তি এলো যাত্রীদের চোখেমুখে৷ প্লাটফর্মের একটি টি স্টলের দোকানদার জানান আজই প্রথম চলতে শুরু করল পাখা গুলি গরম পড়েছে বোঝাই যাচ্ছে।

সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৬ শতাংশ।

কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ক’দিন কলকাতায় দিনের বেলা তাপমাত্রা বাড়লেও রাতে খুব একটা বেশি হেরফের হবে না। ফলে হালকা শীতের আমেজ থাকবে।

এই পরিস্থিতিতে প্যাচ প্যাচে গরমে নাকাল হবে রাজ্যবাসী। এখন থেকেই চিকিৎসকরা বলছেন তরল জাতীয় খাদ্য বেশি করে খেতে। ঠান্ডা–গরমে এখন অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। শিশু থেকে বয়স্করা এই আবহাওয়ার খেয়ালে অসুস্থ হয়ে পড়ছেন। সকাল ও সন্ধ্যার দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বাড়বে। এবারের মতো ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত।

Previous articleরাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন
Next articleবাগদার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগকারী নিখোঁজ তরুণী উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here