চমকের সফর: পাহাড় থেকে ফিরেই ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
354

দেশের সময় ওযেবডেস্কঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার সেখানে পরিদর্শনে যাচ্ছেন মমতা। চার দিনের সফর শেষে ফিরছেন ২৮ তারিখ। সেদিনই ফের গোয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।

সূত্রের খবর, আগামী ২৮ অক্টোবর গোয়ার উদ্দেশে রওনা হবেন তিনি। ফিরে আসবেন ১ নভেম্বর।

পশ্চিমের এই রাজ্যে সংগঠন মজবুত করাই আপাতত লক্ষ্য তৃণমূলের। আর সেই লক্ষ্যপূরণ করতেই গোয়া যাচ্ছেন সুপ্রিমো। গোয়ায় কংগ্রেস সহ একাধিক দল থেকে বহু রাজনীতিক যোগ দিচ্ছেন তৃণমূলে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরোও যোগ দিয়েছেন তৃণমূলে। পুজোয় সে রাজ্যে কার্যালয় খুলেছে তৃণমূল। এর মধ্যে তৃণমূল সুপ্রিমোর গোয়া সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর মমতার আপাত লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই শুধু বাংলাতেই আর আটকে থাকতে চায় না তৃণমূল। একের পর এক রাজ্যে নিজেদের সংগঠন বাড়াতে চায়। অসম, ত্রিপুরা, মণিপুরের পর তৃণমূলের লক্ষ্য এবার গোয়া। সেখানেই সংগঠন বাড়াতে চাইছে তৃণমূল। 

তৃণমূল কংগ্রেস শিবির সূত্রে খবর, আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটাতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে দলের অন্দরে। আর সেই সূত্রেই একেবারে স্বয়ং তৃণমূল নেত্রী পা রাখতে চলেছেন গোয়ায়। ইতিমধ্যেই গোয়ায় রয়েছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর।

২৪ অক্টোবর শিলিগুড়ি পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় থাকবেন। ২৪ এবং ২৫ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর ২৬ এবং ২৭ অক্টোবর কার্শিয়াং যাবেন তিনি। তবে এই সফরে দার্জিলিং যাচ্ছেন না। ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

 উত্তরবঙ্গে বহু এলাকায় তিস্তার পাড় ভেঙেছে। জয়গাঁতে তোর্সার পাড় ভেঙে তলিয়ে গিয়েছেন দুই শিশুকন্যা। নদীর সংরক্ষিত এলাকাতেও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার বিবেকানন্দ ও সারদা পল্লি এলাকা জলমগ্ন। তিস্তার পাড়ে দক্ষিণ সুকান্তনগর গ্রামেও জল ঢুকে পড়েছে। নিজের বাড়ি ছেড়ে বাঁধে এসে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। এদিকে দার্জিলিং, কালিম্পঙেও বহু জায়গায় ধস নেমেছে। 

গোয়ার রাজনীতিতে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অনুপ্রবেশ ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নানা সভা থেকে আওয়াজ তুলেছেন ‘গোয়াতেও খেলা হবে’। কিছুদিন আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও কলকাতায় এসে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। ধীরে ধীরে আরব সাগরের তীরের এই ছোট্ট রাজ্যেও তৃণমূল সংগঠন দৃঢ় করছে।

আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট ৷ সেখানেই আসন দখল তো বটেই, জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে কথা ছিল, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই গোয়া যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

কিন্তু সেই কর্মসূচি একেবারে পাল্টে গিয়ে স্বয়ং তৃণমূল নেত্রীর গোয়া যাওয়ার খবর আসছে দলের অন্দর থেকে।
ইতিমধ্যেই তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়ান গোয়ায় ঘাঁটি গেড়ে রয়েছেন ৷ একাধিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেছেন তিনি। ২০১৭ সালের বিধানসভা ভোটে গোয়ায় কংগ্রেস জিতেছিল ১৭টি আসন। বিজেপি জিতেছিল মাত্র ১৩টি আসন। যদিও রাজনৈতিক পালাবদলের পরে, বিজেপি সরকার গঠন করে। আর বাংলা দখলের পর এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই সূত্রে গোয়াকে টার্গেট করেছে তাঁরা।

সূত্র মারফত জানা গেছে, রাজ্য সরকার যে বিমান ভাড়া নিয়েছিল তাতেই গোয়া যাবেন মুখ্যমন্ত্রী।

Previous articleবন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সামনের সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরকন্যায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
Next articlePM Address to Nation: বিনামূল্যে ১০০ কোটির টিকাকরণ! নজির সৃষ্টি করেছে ভারত, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here