


বনগাঁ : চতুর্থীর সন্ধ্যায় বনগাঁ ১২ পল্লি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ এর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দেবাশিষ গাঙ্গুলী,বনগাঁ পুরসভার পুরপ্রধান গোষ্পাল শেঠ ও
ক্লাবের কর্ণধার তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ সহ শতাধিক দর্শনার্থী ।

পুজো আয়োজকদের মধ্যে চলছে সেরা হওয়ার লড়াই, থিমের জব্বর টক্কর। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই অভিনবত্বের ছোঁয়া। আলোয় আলোকিত সীমান্ত শহর বনগাঁ।দেখুন ভিডিও



