পার্থ সারথি নন্দী,দেশের সময়: শিশু মন কেড়ে নিয়েছে করোনা। করোনা ত্রাস এখন বিশ্বজুড়ে । গোটা ভারতবর্ষ লকডাউন। আগেই বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ। এর পরে একে একে যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য জনজীবন স্তব্ধ। অতি প্রয়োজন ছাড়া মানুষ এখন আর বাড়ি থেকে বের হচ্ছেন না।
“এই অবস্থায় সবথেকে বেশি সমস্যায় পড়েছে শিশুরা। স্কুল নেই। প্রাইভেট টিউটর আসছেন না। পাশাপাশি ঘরের বাইরে বেরোনোর উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। “এই অবস্থায় তাদেরকে ঘরে আটকে রাখা যথেষ্ট কঠিন হয়ে পড়ছে বাড়ির লোকেদের। আশপাশের বাড়ি থেকেও বন্ধুরা আসছে না। ফলে শুধু ঘরে নয়, বাইরে খেলতে কিংবা পার্কে যেতে না পারায় তাদের মনের মধ্যে চাপা অস্থিরতা তৈরি হচ্ছে।
এই অবস্থায় শিশু বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুরা এত সরকারি নিষেধাজ্ঞা বোঝেনা। ফলে তাদের মন ভারাক্রান্ত হয়ে রয়েছে। এই অবস্থায় পরিবারের সদস্যদের উচিত শিশুদেরকে সঙ্গ দেওয়া। গৃহবন্দি থাকা অবস্থায় তাদের সঙ্গে নিজেদের ছোটবেলার গল্প শেয়ার করা, ছোটদের উপযোগী গল্প পাঠ করে শোনানোর পাশাপাশি বিভিন্ন ভাবে তাদের সঙ্গে সময় কাটাতে হবে। তাহলেই তাদের মনের উপর চাপ পড়বে না।
এক আকাশের নীচে এই পৃথিবীর সব শিশুরা এখন নিজেরাই এক একজন বড় যোদ্ধা।