দেশের সময় ওয়েবডেস্কঃ সুতি থানার ধলার মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ির সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল আটজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১৫ জনকে।
বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ সাজুর মোড় থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি চারচাকার বড় গাড়ি। অন্যদিকে জঙ্গিপুর থেকে ডাকবাংলোর দিকে আসছিল একটি অটো। ধলার মোড়ের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্রগতিতে যাওয়ার সময় গাড়ির সামনের দিকের ডান চাকা ফেটে যায়। চাকা ফেটে গিয়ে গাড়ি লাফিয়ে অন্য লেনে থাকা একটি অটোর উপর গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষজন। যাত্রীদের আর্তনাদে হুড়োহুড়ি পড়ে যায়। এলাকার মানুষই উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী।
ওই চার চাকা গাড়ি ও তার নীচে চাপা পড়া অটো থেকে জখম যাত্রীদের কোনওমতে বাইরে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আটজনকে মৃত বলে ঘোষণা করা হয়। জখম ১৫ জনের মধ্যেও বেশ কয়েকজনের আঘাত গুরুতর।