গঙ্গাসাগর মেলায় অসুস্থ ২ পুণ্যার্থী উদ্ধার হেলিকপ্টারে

0
343

দেশের সময়ওয়েবডেস্কঃ কথায় বলে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর এক বার। সে জন্যই বোধ হয় মকর সংক্রান্তির পুণ্য স্নান সারতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। কপিল মুণির আশ্রম ভরে ওঠে বৈচিত্র্যের কোলাহলে।

এবারেও তার ব্যতিক্রম না হলেও, এবারে সেখানে ঘটে গেল এমন একটা বিষয়, যা নজিরবিহীন। স্নান করতে এসে অসুস্থ হয়ে পড়া দুই তীর্থযাত্রীকে হেলিকপ্টারে করে উদ্ধার করে মাত্র ২৫ মিনিটের মধ্যে কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হল। এমনকি হেলিকপ্টার যখন আকাশপথে চলছিল, তখনও চিকিৎসা চলেছে তাঁদের রাজ্য সরকারের দাবি, এমনটা কখনও ঘটেনি গঙ্গাসাগরের মেলার ইতিহাসে।


সরকারি সূত্রের খবর, অসুস্থ দুই তীর্থযাত্রীর নাম অনিমা দাস (৫৭) এবং বিকাশ বেজ (৫৩)। তাঁরা যথাক্রমে অসমের ও হাওড়ার বাসিন্দা। রবিবার তাঁরা আচমকা অসুস্থ হয়ে পড়লে, কলকাতার এসএসকেএম হাসপাতালে উড়িয়ে আনা হয় অনিমাদেবীকে। হাওড়ার হাসপাতালে ভর্তি করা হয় বিকাশবাবুকে।


জেলা প্রশাসন সূত্রের খবর, এ বছর গঙ্গাসাগর মেলায় এখনও পর্যন্ত ১৩ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে।

Previous articleবাগদায় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের গণমিছিল
Next articleরাশিফল:কোন রাশির জন্য কেমন যাবে আজকের দিন জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here