দেশের সময় ওয়েবডেস্কঃ ট্রাক চালিয়ে মাঠ নষ্ট করছে স্কুল কর্তৃপক্ষ। এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় ক্রীড়াবিদ সহ স্কুলের ছাত্রছাত্রী এবং চাকরি পরীক্ষার্থীরা। এই অভিযোগের ভিত্তিতে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুলের ছাত্ররা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে । দেখুন ভিডিও:
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, নহটা উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকার অন্তত কুড়িটি গ্রামের সেনা ও পুলিশবিভাগের পরীক্ষার্থীরা নিয়মিত এই স্কুল মাঠে এসে অনুশীলন করেন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশে প্রয়োজনীয় রাস্তা থাকতেও মাঠের মধ্যে দিয়ে ট্রাক নিয়ে ইচ্ছাকৃতভাবে মাঠ নষ্ট করা হচ্ছে।বহুবার স্কুল কর্তৃপক্ষকে এবিষয়ে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
মাঠ বাঁচানোর দাবিতে এদিন গোপালনগর–নিমতা সড়কের উপর পোস্টার, ব্যানার হাতে নিয়ে শতাধিক ছাত্র রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৃস্টির মধ্যেই দীর্ঘ সময় ধরে চলে স্কুল মাঠ বাঁচানোর বিক্ষোভ অবরোধ। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।