খিদিরপুর:পথদুর্ঘটনা ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, বাসে আগুন, ভাঙচুর

0
415

দেশের সময় ওয়েব ডেস্কঃ পথদুর্ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নিল খিদিরপুরের রিমাউন্ট রোড। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাসের ধাক্কায় গুরুতর জখম হন এক ব্যক্তি। এরপরই স্থানীয় জনতা ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিছনের আরও একটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটিনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। পুলিশের সঙ্গেও কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয়দের।

সূত্রের খবর, খিদিরপুরের রিমাউন্ট রোড দিয়ে যাচ্ছিল ১২সি, ১২সিএ/১/এ এবং ২৫৯ বাস। যাত্রী তোলার জন্য দু’টি বাস রেষারেষি করছিল। সেই সময় এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে আসা একটি বাস সজোরে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রায় সবসময়ই রিমাউন্ট রোড দিয়ে রেষারেষি করেন বাসচালকরা। পুলিশ এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি। এর পর ১২সি, ১২সিএ/১/এ এবং ২৫৯ রুটের তিনটি বাসে আগুনজ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা।

মৃতের দেহ ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এখনও পর্যন্ত মৃত ওই ব্যক্তির কোনও পরিচয় জানা যায় নি।

পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইট ও পাথরবৃষ্টি। পরে পুলিশের আরও বাহিনী যায় ঘটনাস্থলে। লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে ধাওয়া করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় লাঠিচার্জ। নামানো হয়েছে র‍্যাফ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি বেসরকারি বাসের রেষারেষির কারণেই এই দুর্ঘটনা ঘটে। জখম পথচারীকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। বেলা আড়াইটে পর্যন্ত খবর, পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাস্থলে রয়েছে র‍্যাফ ও বিরাট পুলিশবাহিনী। এলাকায় টহল দিচ্ছে তারা।

Previous articleঅশোকনগর:ধানকল মেশিনে চাদর পেঁচিয়ে গেল, ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু যুবকের
Next articleশনি-রবি কলকাতায় মোদী, রইল প্রধানমন্ত্রীর সফরনামা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here