ক্ষুদ্র ব্যবসার জন্য তিন লাখ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ, বিবেচনায় রয়েছে কেন্দ্রের

0
1705

দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউন চালু হওয়ার পরে অনেকটাই সঙ্কটে ছোট ব্যবসায়ীরা। দিনের পর দিন দোকান বন্ধ থাকায় অনেকেই চিন্তিত। নতুন করে ব্যবসা শুরু করতে চাই মূলধন। এই পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় সরকার ৩ লাখ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের সংস্থান করতে পারে। এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দিয়েছেন যে, ৩ মের পরেও দেশে লকডাউন চলতে পারে। বিশেষ করে কোভিড-১৯ হটস্পট গুলিতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। কেন্দ্রের সেই ঘোষণার ‌আগেই অবশ্য বেশ কিছু রাজ্য নিজেদের থেকে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যেমন লকডাউন নিয়ে আলোচনা করেছেন তেমনই বিভিন্ন রাজ্যের আর্থিক সঙ্কট নিয়েও কথা বলেছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ছোট ব্যবসায়ীদের জন্য ব্যাঙ্ক ঋণের ঘোষণা হতে পারে।

এক উচ্চপদস্থ সরকারি অফিসারকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, “সমাজের প্রতিটি ক্ষেত্রের প্রয়োজন বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার। আর্থিক সাহায্য অবশ্যই আলোচনার মধ্যে রয়েছে। ‌ইতিমধ্যেই সরকার বিভিন্ন ক্ষেত্রের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। প্রয়োজন মতো আরও ঘোষণার কথা ভাবনাচিন্তার স্তরে রয়েছে।”

লকডাউন ঘোষণার পরে পরেই ২৬ মার্চ কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, দেশের গরিব মানুষের জন্য বিনামূল্যে চাল, গম, ডাল দেওয়া হবে আগামী তিন মাস ধরে। গরিব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৫০০ টাকা করে দেওয়া চলছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে সরকার ১ লাখ ৭০ হাজার টাকার প্যাকেজ ঘোষণা করেছে। কোভিড-১৯ মোকাবিলায় যাঁরা একেবারে সামনের সারিতে থেকে কাজ করছেন তাঁদের জন্য ৫০ লাখ টাকার বিমাও ঘোষণা করেছে কেন্দ্র।

Previous articleরেড জোনের ৪ জেলার কন্টেইনমেন্ট এলাকার তালিকা প্রকাশ্যে আনল নবান্ন
Next articleবদলে যাচ্ছে ফেরিওয়ালার ডাক, জীবন জিবীকাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here