সবার জীবনেই, রং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে –
সকলেই চায় একটু রঙিন জীবন। কিন্তু সব সময় সব রং সবার জন্য শুভ নয়। তাই নিজেদের জীবনে রং বেছে নেওয়া উচিত সাবধানে। জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকের ব্যক্তিগত জীবন থেকে কর্মক্ষেত্র – সব কিছুর ওপর রং-এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। রঙের উৎসবের আগে জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোন রং শুভ।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল)— শুভ রং সবুজ, হলুদ, আকাশি।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২১ মে) — শুভ রং নীল, বেগুনি, সাদা।
মিথুন রাশি (২২ মে – ২১ জুন) — শুভ রং লাল।
কর্কট রাশি (২২ জুন – ২২ জুলাই) — শুভ রং সাদা, হালকা নীল।
সিংহরাশি (২৩ জুলাই – ২৩ আগস্ট) — শুভ রং হলুদ, সবুজ।
কন্যা রাশি (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) — শুভ রং বাদামী, হালকা লাল, গোলাপি।
তুলারাশি (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) — শুভ রং হলুদ, বেগুনি।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) — শুভ রং লাল, গোলাপি।
ধনু রাশি (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)— শুভ রং নীল, হলুদ।
মকর রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) — শুভ রং সাদা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) — শুভ রং সবুজ, আকাশি।
মীন রশি (২৬ জানুয়ারি – ২২ ফেব্রুয়ারি)- শুভ রং সবুজ, বাদামী।