দেশের সময় ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে যত পদ খালি রয়েছে তাতে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বিনিয়োগ ও বৃদ্ধি বিষয়ক কমিটি। কাজের অগ্রগতি নিয়েও প্রতি মাসের প্রথম সপ্তাহে রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি প্রথম রিপোর্ট জমা পড়ার কথা। সংসদে সর্বশেষ যে রিপোর্ট জমা পড়েছে তাতে প্রায় ৭ লাখ শূন্য পদ রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে।
কেন্দ্রীয় ওই মন্ত্রিসভার ওই কমিটিতে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গত ২৩ ডিসেম্বরে ওই কমিটির বৈঠক হয়। এর পরে নিয়োগ সংক্রান্ত দফতর ডিপার্টমেন্ট অফ পারসোনেল অ্যান্ড ট্রেনিং একটি সার্কুলার পাঠিয়েছে সব মন্ত্রকের সচিবদের। ওই সার্কুলারে ২৩ ডিসেম্বরের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে।
যে তথ্য পাওয়া গিয়েছে তাতে ২০১৮ সালের ১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সব দফতর মিলিয়ে মোট কর্মী ছিল ৩১.১৮ লাখ আর মোট পদ ছিল ৩৮ লাখের বেশি। ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকারের নতুন পদ সৃষ্টি হয় ১.৫৭ লাখ। সেই সময়ে মোট পদ ছিল ৩৬.৪৫ লাখ। ২০১৪ সালে মোট কর্মীসংখ্যা ছিল ৩২.২৩ লাখ।
ভারতে সবথেকে বেশি কর্মীসংখ্যা রেলে। ভারতীয় রেলে ২০১৮ সালের ১ মার্চ পর্যন্ত শূন্য পদ ছিল ২.৫ লাখ। প্রতিরক্ষায় শূন্য পদ ছিল ১.৯ লাখ।