দেশের সময় ওয়েবডেস্কঃ এই প্রথম সাত দফা ভোট নিয়ে প্রকাশ্য জনসভা থেকে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক রাজ্যে দুই থেকে তিন দফায় ভোট করা হলেও কেবল মাত্র বিজেপির সুবিধার জন্যই সাত দফা ভোট করা হচ্ছে রাজ্যে। আরামবাগে দলীয় প্রার্থীর প্রচারসভা থেকে এমনই অভিযোগ করলেন তিনি।
প্রচণ্ড গরমে ভোট করলে সাধারণ মানুষের কষ্ট হতে পারে সেকথা ভাবেনি তাঁরা। সেকারণেই এই গরমের মধ্যেও ভোট করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এদিনের সভায় ফের কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ করেছেন তিনি। মালদার ইংরেজবাজার এবং ইটাহারের বেশ কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। কেন কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি এভাবে কাজে লাগাচ্ছে তা নিয়ে কমিশনের কাছে অভিযোগ করেছেন তিনি।
একই সঙ্গে বাহিনীর যে জওয়ানরা এই কাজ করছেন তাঁদের হুঁশিয়ার করে তৃণমূল নেত্রী বলেছেন, মোদি সবসময় ক্ষমতায় থাকবে না। তখন তাঁদের সরকার আসবে সেসমও তাঁদের সঙ্গেই কাজ করতে হবে জওয়ানদের। কাজেই কোনও একটি রাজনৈতিক দলের হয়ে কাজ না করে দেশের হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।