দেশেরসময়ওয়েবডেস্কঃ নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেহয়ছে পুলিশ। আটক একজনের নাম অভিজিৎ পুন্ডারি। শনিবার রাতে তার বাড়ি ভাঙচুর করে এলাকার মানুষজন। খুনের ধরণ এবং কিছু ঘটনা দেখে এটিকে পরিকল্পনামাফিক খুন বলে মনে করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাস্থল থেকে কিছু দূরেই পাওয়া গিয়েছে একটি ওয়ান শাটার বন্দুক। সেটিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।আততায়ীদের এখন হন্যে হয়ে খুঁজছে পুলিস। এই খুনের ঘটনায় বেশকিছু বিষয় উঠে আসছে। তার মধ্যে একটি হল কয়েকদিন ছুটিতে ছিলেন সত্যজিতের দেহরক্ষী। মনে করা হচ্ছে, সেই সুযোগই নিয়েছিল আততায়ীরা। পাশাপাশি শনিবার পুজোর অনুষ্ঠানে থাকা লোকজনদের দাবি, এদিন অনুষ্ঠান চলাকালীন আধ ঘণ্টার মধ্যে ৫–৭ মিনিট অন্তর বারবার লোডশেডিং হচ্ছিল। ফলে খুনের সুযোগ নেওয়ার জন্যই ওই বারবার বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দেওয়া হচ্ছিল কিনা তা নিয়ে সন্দেহ আরও দানা বেঁধেছে।
অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছে। বিজেপিকে এই ঘটনায় তৃণমূল দায়ী করলে পাল্টা তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। ইতিমধ্যেই মুকুল রায় সহ–মোট ৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সিআইডিও। ঘটনার জেরে সরিয়ে দেয়েছে হাঁসখালি থানার ওসি অনিন্দ্য বসুকে।এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷