কালনার সভা থেকে ঘোষিত একাধিক প্রকল্প, বিষমদ কান্ডে আরও কড়া মুখ্যমন্ত্রী

0
789

দেশের সময় ওয়েবডেস্ক: “বিষমদ বিক্রির মতো কাজকে কোনভাবেই সমর্থন করা যায় না, এর বিরুদ্ধে আরও কঠিন হবে রাজ্য সরকার” বিষমদ প্রসঙ্গে আজ কালনার সভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই ঘটনায় আরও কড়া পদক্ষেপ গ্রহন করা হবে”। “নিহত মানুষজনের পরিবারের পাশে সবসময় রাজ্য সরকার থাকবে”। “সমাজিক সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনকে আরও কাজ করতে হবে”। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী নিন্ম দামোদর অববাহিকা পরিকল্পনার কথা ঘোষণা করেন। যারজন্য ২৭৬৭কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। এর ফলে বন্যা সমস্যা অনেকটা হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ বলেন, “মেদিনীপুর থেকে বর্ধিত হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত তৈরি হবে একটি নতুন রাস্তা”। “ইতিমধ্যেই শুরু হয়েছে যার পরিকল্পনা”। “ফলে আগামীদিনে মানুষজন যানবাহনের সমস্যা থেকে মুক্তি পাবে অনেকখানি, পর্যটন পরিষেবাতে উন্নতি করবে রাজ্য”। “মোট ৩হাজার ২০০কোটি টাকা ব্যায়ে সেই রাস্তার কাজ আগামী তিন বছরের মধ্যে সম্পুর্ন হয়ে যাবে”। সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “১০০দিনের কাজে সব রাজ্যকে পিছনে রেখে বর্ধমান এক নম্বরে”। “মুকুব হয়েছে কৃষকের সব খাজনা”। “এক হাজার টাকা করে পেনশন পাচ্ছেন এক লক্ষ্য কৃষক”। “নতুন প্রকল্প গৃহীত হলেও তার বাস্তবায়নে কখনও জোর করে জমি নেওয়া হবে না”। “আগামীদিনে চাষীদের স্বার্থে আরও নতুন পদক্ষেপ গ্রহন করবে রাজ্য সরকার”।

Previous articleআজিজ স্মরণ
Next articleপাকিস্তানের বদলে শ্রীলঙ্কায় নিজেদের সমস্ত ম্যাচ খেলবে ভারত, জানতে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here