দেশের সময় , কলকাতা : গেরুয়া বসন গায়ে, কলকাতার রাজপথে নামলেন সাধু-সন্তেরা। নেতৃত্বে ভারত সেবাশ্রমের বেলডাঙা শাখার অধ্যক্ষ কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)। এক সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু এখন পহেলগাম (Pahalgam) হামলার ক্ষত তাজা রয়েছে। জম্মু-কাশ্মীরে জোর তৎপরতার সঙ্গে চলছে জঙ্গি নিকেশ অভিযান। যদিও এখনও আসল হামলাকারী জঙ্গিরা পলাতক রয়েছে। তাঁদের এখনও খোঁজ পায়নি তদন্তরকারীরা। এদিকে এই ঘটনার বিরুদ্ধে এখনও দেশের একাধিক প্রান্তেই প্রতিবাদ চলছে। খুব শীঘ্রই পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকার।

বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে চারটে নাগাদ মহানগরের রাস্তায় নামে হিন্দু রক্ষা সমিতি এবং ভারত সেবাশ্রম সংঘ সহ অন্যান্য হিন্দু সংগঠনগুলো। মিছিলের নেতৃত্ব দেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ, এছাড়া দিব্যজ্ঞানানন্দ মহারাজ, সঞ্জয় শাস্ত্রী ও অন্যান্য সন্ন্যাসী বৃন্দ। ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা। মিছিলে পা মেলান সাধারণ মানুষরাও। এদিন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে ধিক্কার মিছিল রাসবিহারী’র লেকমল পর্যন্ত গিয়ে শেষ হয়।
ছবি: স্বপন কুমার পাল।