কাঁপুনি কমলেও থাকবে শীতের আমেজ

0
837

দেশের সময় ওয়েবডেস্ক:কাঁপুনি কমলেও বজায় থাকবে শীতের আমেজ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.‌৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই। আপাতত কিছুদিন শীতের কনকনে ভাব বেঁচে থাকবে রাতে ও ভোরে। শৈত্যপ্রবাহেরও আর কোনও সম্ভাবনা নেই। এখন তাপমাত্রা ক্রমেই বাড়বে। ৫ জানুয়ারি নাগাদ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ওই নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া আরও দুর্বল হতে পারে। তবে আগামী কয়েক‌দিন কলকাতা–‌সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজে ঘাটতি হবে না। সর্বনিম্ন তাপমাত্রা আর না কমলেও এখনও সপ্তাহখানেক টের পাওয়া যাবে শীতের উপস্থিতি। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এখনও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। পশ্চিমাঞ্চলের জেলা ও উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় তাপমাত্রা আরও কম। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৫ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। বেশ কিছু জায়গায় চলছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কাশ্মীরে যদি ফের তুষারপাত হয়, তাহলে কলকাতায় আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (‌পূর্বাঞ্চল)‌ ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীত কিছুটা কমলেও ঠান্ডার রেশ চলবে। কুয়াশা থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাই এই মরসুমে পিকনিকের আড্ডায় মেতে থাকতে কোন অসুবিধা নেই৷

Previous articleআইনের শাসন চাই
Next article‘দ্য কুইন অফ হিলস সিমলা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here