দেশের সময়: রবিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে উড়িয়ে দিল
কিবু ভিকুনার ছেলেরা। দলের হয়ে গোলগুলো করেন পিভি সুহের, সিলভা চামোরো, নাওরেম ও গঞ্জালেজ। এই ম্যাচ জয়ের পরে
১১ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের শীর্ষে উঠে এল সবুজ-মেরুন। শুধু তাই নয় লিগে নিজেদের মাঠে এই প্রথম জয় পেল বাগান।
এই ম্যাচ জয়ের পরে সবুজ-মেরুন কোচ কিবু বলেন, ’এই কাদা মাঠে ছেলেরা যে ফুটবল খেলেছে তাতে আমি খুব খুশি।
ছেলেদের পারফরম্যান্সে আমি আপ্লুত। তবে এখনই ট্রফি নিয়ে ভাবতে চাই না। আমার লক্ষ্য পরের ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখা ।
আমি পরের ম্যাচ নিয়েই ভাবছি।’
এদিন ম্যাচের নায়ক হয়েছেন নাওরেম। নাওরেমের প্রশংসা করেন সবুজ-মেরুন কোচ। তিনি বলেন, ’নাওরেম দিন দিন উন্নতি
করছে। দলের অন্য জুনিয়র ফুটবলারদেরও সুযোগ দেব আমি।’ ছবি -শান্তনু বিশ্বাস৷