কলকাতা লিগে জয় পেল মোহনবাগান-ইস্টবেঙ্গল

0
815

দেশেরসময়: – ডার্বির আগে কলকাতা লিগে জয় পেল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। বুধবার নিজেদের মাঠে রাজদীপ নন্দীর দল
এরিয়ানকে ৩-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন হাইমে স্যান্টোস কোলাডো। অপর গোল
করেন লালরিন ডিকা।

ছবি তুলেছেন – শান্তনু বিশ্বাস।
দলের জয়ে খুশি লাল-হলুদ কোচ আলেজান্দ্রো। ম্যাচের পরে তিনি বলেন, ’ এদিন দল ভালো ফুটবল খেলেছে। দল আরও বেশি
গোলে জিততে পারত। তবে গোল মিস হওয়ার জন্য আমি আতঙ্কিত নই। ছেলেরা তিন গোল দিয়েছে, তাতে আমি খুশি । ’

পাশাপাশি কোলাডোর প্রশংসা করেন তিনি। একই সঙ্গে লাল-হলুদ কোচ আলেজান্দ্রো এদিন বলেন, ’এই জয়ের পরে ছেলেদের
আত্মবিশ্বাস বাড়ল।’

অন্যদিকে কল্যণীতে রঘু নন্দীর বিএসএসকে হারিয়ে দিল মোহনবাগান। বিএসএস-র বিরুদ্ধে ২-১ গোলে জিতল সবুজ-মেরুন। দলের
হয়ে দুটো গোল করেন সিলভা চামোরো ও নওরেম।

মাচের পরে মোহনবাগান কোচ কিবু বলেন, ‘ছেলেরা ভালো ফুটবল খেলেছে। আমাদের ৪-১ গোলে জেতা উচিত ছিল। ’ ডার্বি
প্রসঙ্গে বাগান কোচ বলেন, ’এখনই ডার্বি নিয়ে ভাবছি না। বৃহস্পতিবার থেকে ডার্বি নিয়ে ভাবব।’

Previous articleকল্যাণীতে বিএসএস বধ বাগানের
Next articleছ’টি প্লাস্টিক-দ্রব্য নিষিদ্ধ ভারতে! বন্ধ উৎপাদন, ব্যবহার, আমদানি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here