কলকাতা পুরসভা নির্বাচন এপ্রিলেই, জানুন সম্ভাব্য তারিখ

0
573

দেশেরসময় ওয়েবডেস্কঃ পুরভোটের দামামা বেজে গেল রাজ্যে। নবান্ন চাইছে এপ্রিলেই কলকাতা পুরসভার ভোট সেরে ফেলতে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১২ এপ্রিল ভোট হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভায়। রাজ্য নির্বাচন কমিশন সম্মতি দিলেই ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।


জানা গিয়েছে পুরভোটের জন্য প্রস্তুত রাজ্য সরকার। তারিখ এখনও চূড়ান্ত না হলেও সম্ভাব্য তারিখ জানিয়েছে নবান্ন। কলকাতা ও হাওড়া পুরসভায় সম্ভবত ১২ এপ্রিল ভোট হতে পারে। তারপর বাকি পুরসভাগুলিতে ২৬ বা ২৭ এপ্রিল ভোট হতে পারে। তবে তবে তার মধ্যে থাকছে না ব্যারাকপুর, সল্টলেক ও আসানসোল পুরসভা।

এই পুরসভাগুলিতে পুজোর পর ভোট হওয়ার সম্ভাবনা। জানা গেছে ১০২টি পুরসভায় ভোট হবে এপ্রিলে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের কাছে দিনক্ষণ চেয়ে পাঠাবে। নবান্ন সূত্রে খবর, তখন এই দুটি দিনের কথা কমিশনকে জানাবে রাজ্য। অর্থাৎ, রাজ্যের প্রস্তাব অনুযায়ী কলকাতা ও হাওড়ার ভোট রমজান মাসের আগে হলেও, বাকি পুরসভাগুলিতে ভোট হবে রমজান মাসে। আপাতত রাজ্য নির্বাচন কমিশনের চিঠির অপেক্ষা। তারা চিঠি পাঠালেই তারিখ জানাবে রাজ্য।

Previous articleরাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন
Next articleপরিবারের অমতে বিয়ে পুলিশের দারস্থ নব দম্পতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here