

কলকাতা : অত্যন্ত প্রতীক্ষিত ছবি কপাল-এর বিশেষ প্রদর্শনী আজ অনুষ্ঠিত হল সাউন্ডহাউস ব্লুজ ফ্যাসিলিটি ২, গড়িয়াহাট, কলকাতা-য়। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উপস্থিতি এই অনুষ্ঠানকে করে তুলল এক অনন্য মুহূর্ত, যা সিনেমায় অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের উৎসব হিসেবে চিহ্নিত হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাঞ্চনা মোইত্রা, রাজা সরকার, সুকন্যা দত্ত, সঙ্গীত পরিচালক পণ্ডিত পিনাকী বোস, প্রযোজক আরিয়ান ঘোষ এবং ছবির পরিচালক সুবেন্দু ঘোষ। তাঁরা দর্শকদের সঙ্গে কথা বলেন এবং ছবির সৃজনশীল যাত্রা নিয়ে অভিজ্ঞতা ভাগ করে নেন।

পরিচালক সুবেন্দু ঘোষ বলেন, “সিনেমার শক্তি হলো সমাজকে একত্রিত করা এবং যেসব গল্প সাধারণত অশ্রুত থেকে যায়, সেগুলিকে সামনে আনা। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উপস্থিতিতে কপাল-এর প্রদর্শনী সত্যিই বিশেষ, কারণ ছবিটি প্রতিনিধিত্ব ও গ্রহণযোগ্যতার প্রতীক।”
অভিনেত্রী কাঞ্চনা মোইত্রা বলেন, “কপাল কেবল একটি ছবি নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যা আমাদের দৃষ্টিভঙ্গিকে নাড়িয়ে দেয়। আজ যে ভালোবাসা ও উৎসাহ আমরা পেয়েছি, তা আমাদের আরও অর্থবহ সিনেমা তৈরি করতে অনুপ্রেরণা জোগায়।”

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ দৃশ্যমানতা বৃদ্ধি করে এবং সমাজে সম্মানের পরিবেশ গড়ে তোলে।

কপাল ছবিটি কানাই মজির গল্প বলে। এক দরিদ্র গ্রামবাসী, যিনি টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ বড় লটারি জেতার পর তাঁর জীবন আমূল বদলে যায়। রাতারাতি খ্যাতি ও আলোচনায় আসার পর, সুযোগসন্ধানী ও রাজনৈতিক মহল তাঁকে শোষণ করার চেষ্টা করে। এই অস্থিরতা ও লোভের মাঝেও কানাই তাঁর পরিবারকে রক্ষা করতে এবং নিজের সরল মূল্যবোধ আঁকড়ে ধরতে লড়াই চালিয়ে যান।
ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ প্রেক্ষাগৃহে।