করোনা সতর্কতা: ৩১ মার্চ পর্যন্ত বন্ধ মেট্রো সহ সমস্ত যাত্রিবাহী ট্রেন

0
871

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবা।৩১ মার্চ পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
রেলের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হল। তবে কলকাতা ও শহরতলিতে এখনও লোকাল ট্রেন চলছে। পাশাপাশি কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রোও চলছে। আজ মধ্যরাত পর্যন্ত চলার পর সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। চলবে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত।’’
তবে পন্য পরিষেবা অর্থাৎ মালগাড়ির ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। সেগুলি চলবে। অন্য দিকে আজ রবিবার ভোর চারটের আগে যে সব এক্সপ্রেস বা মেল ট্রেন যাত্রা শুরু করেছে, সেগুলি গন্তব্যে পৌঁছনোর পরেই সেখানে যাত্রা থামবে।

রেলের এই ঘোষণার পর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘‘সব ধরনের ট্রেন বন্ধ রাখার কথা বলা হয়েছে।’’
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ‘‘লোকাল প্যাসেঞ্জার, দূরপাল্লার ট্রেন পরিষেবা আপাতত বন্ধ থাকাবে।’’ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘আজ রবিবার মেট্রো পরিষেবা চলবে। তবে কাল থেকে বন্ধ থাকবে।’’

আজ জনতা কার্ফুর জন্য এমনিতেই রবিবার সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও। লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে উল্লেখযোগ্য হারে। শুধুমাত্র দূরপাল্লার যে ট্রেনগুলি যাত্রা শুরু করেছিল, সেগুলি চলেছে রবিবার। তার মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বেড়েছে ৩২৪।
প্যাসেঞ্জার ট্রেন বলতে এখানে সমস্ত রকম মেল ও এক্সপ্রেস ট্রেন, প্রিমিয়াম ট্রেন, লোকাল ট্রেন, কলকাতা মেট্রো ও কোঙ্কন রেল বোঝাচ্ছে। তবে রেল মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কলকাতার সাবার্বান ট্রেন ও মেট্রো রেল ২২ তারিখ অর্থাৎ আজ রবিবার রাত ১২ টা পর্যন্ত চলবে। তার পর থেকে এদেরও পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বাতিল হয়ে যাবে।

ভাইরাসের সংক্রমণ রুখতে একাধিক রাজ্যে আংশিক ‘লকডাউন’ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়া আটকাতেই এ বার দেশের লাইফলাইন ট্রেন পরিষেবাকেই পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হলবলে জানা গেছে রেল সূত্রে।
এর অর্থ পরিষ্কার। তা হল কাল সোমবার থেকে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ এবং হাওড়া শাখায় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের কোনও লোকাল ট্রেন চলবে না। কলকাতা মেট্রো রেলও আজ রাত ১২ টার পর থেকে বন্ধ থাকবে। তা ছাড়া কলকাতার চক্র রেলও চলবে না।

রেল ভবনের তরফে বিবৃতি দিয়ে আরও বলা হয়েছে যে, রবিবার ২২ মার্চ ভোর চারটে বা তার আগে যে সব মেল ও এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করেছে তারা তাদের যাত্রা শেষ করবে। রেলের এক মুখপাত্র জানিয়েছেন, সমস্ত রাজ্য সরকারকে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে যে দূরপাল্লার ট্রেনগুলি তাদের রাজ্যে পৌঁছবে সেখানে যেন পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়। স্টেশন চত্বরে মেডিকেল চেক আপের ব্যবস্থা রাখতে হবে। কারও শরীরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিয়ে প্রয়োজনে আইসোলেশনে পাঠাতে হবে। তা ছাড়া সবাইকে অন্তত ১৪ দিন গৃহবন্দি থাকার পরামর্শ দিতে হবে। স্থানীয় প্রশাসনকে এ জন্য নজরদারি চালাতে হবে।

তবে প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করলেও দেশের মধ্যে জরুরি পরিষেবা চালু রাখতে ও অত্যবশকীয় পণ্য পরিবহণের জন্য পণ্যবাহী ট্রেন চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে রেল।

“অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্যসম্পর্কে সচেতন।

সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।”দেশের সময়”

Previous articleজনতার স্বতঃস্ফূর্ত কার্ফু চলছে দেশ জুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে চেনা ব্যস্ততার ছবি উধাও
Next articleকিছুক্ষণের মধ্যেই বাংলার সব পুরসভা এলাকা লক ডাউন, ঘোষণা করতে পারে নবান্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here