করোনা সতর্কতা:একদল যুবক নিজেদের পয়সায় উপকরণ কিনে নিজেরাই তৈরি করলেন হ্যান্ড স্যানিটাইজার, সেগুলি বিনামূল্যে বিলি করছেন বনগাঁয়

0
1228

বনগাঁ পুরসভার কর্মীরাও সর্বদা সতর্ক :

দেশের সময়: বনগাঁর নাওভাঙ্গা ও অভায়া সংস্থার উদ্যোগে সহজ পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হলো। করোনা মোকাবেলায় এই সংস্থার সাথে যুক্ত রীতেশ সাহা, জয়দ্বীপ রায়দের উদ্যোগে এই সামাজিক কাজে একদল যুবক তারা নিজেদের পয়সায় উপকরণ কিনে নিজেরাই তৈরি করলেন হ্যান্ড স্যানিটাইজার। সেগুলি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিলি করছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ।

বনগাঁ পুরসভার উদ্যোগ চলছে মাইক প্রচার:

বনগাঁ স্টেশন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিলি করছেন গোপাল শেঠ৷

ফেসবুকে এ ব্যাপারে তারা একটি ঘোষণাও রেখেছেন। যার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পেরে তাদের কাছ থেকে এই সেনিটাইজার সংগ্রহ করতে পারছেন।

এক সদস্যের কথায়,দোকানে দোকানে গত কয়েকদিন ধরেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। অথচ এ দুর্দিনে এ যুদ্ধ জেতার জন্য স্যানিটাইজার আবশ্যক।

আমরা ইথাইল অ্যালকোহল, অ্যালোভেরা জেল এবং গ্লিসারিন দিয়ে তৈরী করতে পেরেছি হোমমেড হ্যান্ড স্যানিটাইজার।
যতক্ষণ পারবো আমরা সবার জন্য বিনামূল্যে এই স্যানিটাইজার সরবরাহ করে যাব। এরই মধ্যেই আপনারাও জেনে নিন তৈরীর সহজ পদ্ধতি। সুরক্ষিত করুন পরিবার এবং প্রতিবেশীকে।

যেখানে পাওয়া যাচ্ছে

এল ডোরাডো
এল আই সি বিল্ডিং, রামনগর রোড, বনগাঁ

রাজস্হান মার্বেল
পশ্চিমপাড়া, বনগাঁ

এদিকে বনগাঁ থানার উদ্যোগে তৈরি করা হলো হ্যান্ড স্যানিটাইজার। থানার মধ্যেই পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা মিলিয়ে এই স্যানিটাইজার তৈরি হল। সেগুলি শনিবার সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন মানস চৌধুরী একই সঙ্গে বিনামূল্যে মাস্কও বিলি করা হল সাধারণ মানুষদের মধ্যে।

আইএনটিইইউসি পরিচালিত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এদিন বিভিন্ন মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Previous articleHabra girl detected with corona positive
Next articleরাজ্যে চতুর্থ করোনা আক্রান্তের খোঁজ মিলল সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here