দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যাটা বুধবারই পাঁচ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সেই সংখ্যাটা এক লাফে আরও বাড়ল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৫৪০ জন। ফলে গোটা দেশ জুড়ে এখন আক্রান্তের সংখ্যাটা ৫ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ১৭ জন বেড়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে মোট ১৬৬ জন করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তবে এর মধ্যে সুস্থও হয়ে উঠেছেন ৪৭২ জন।
করোনা সংক্রমণ সবচেয়ে বেশি আঘাত হেনেছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল বুধবারই। এ দিন সেই সংখ্যাটা হয়েছে ১ হাজার ১৩৫ জন। শুধু মাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৭২ জনের। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ১৩ জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৫।
আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাস্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু (৭৩৮), দিল্লি (৬৬৯), রাজস্থান (৩৮১), উত্তরপ্রদেশ (৩৬১), অন্ধ্রপ্রদেশ (৩৪৮), কেরল (৩৪৫), মধ্যপ্রদেশ (২২৯)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।