করোনা আপডেট:গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ল ১০৭৬, সুস্থ হয়ে উঠেছেন ১৩০৬ জন,দেশে মৃত বেড়ে ৩৭৭

0
2304

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে আরও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ল ১০৭৬। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,‌৪৩৯। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩০৬ জন। গুজরাতে নতুন করে ৭৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। মধ্যপ্রদেশের ইনডোরে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৩ জন। দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। ওই রাজ্যে আক্রান্ত প্রায় ২ হাজার ৬৮৭জন। মৃত্যু ১৭৮ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫৬১, মৃত্যু হয়েছে ৩০ জনের। এদিকে, পশ্চিমবঙ্গে আক্রান্ত বেড়ে ১২০। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সিল করার পদক্ষেপ করছে প্রশাসন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পর পশ্চিমবঙ্গেও বাড়ির বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

Previous articleরোজ মাস্ক পরিষ্কার করবেন কী ভাবে?
Next articleলকডাউনের মধ্যেই ২০ এপ্রিল থেকে ছাড় মিলবে কৃষি সহ বেশকিছু ক্ষেত্রে,জানুন কেন্দ্রের নির্দেশিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here