ওএনজিসি-র নভি মুম্বই প্ল্যান্টে বিধ্বংসী আগুন, আটকে পড়েছেন কয়েকজন

0
763

দেশের সময় ওয়েবডেস্কঃ মঙ্গলবার নভি মুম্বইয়ের উরান অঞ্চলে ওএনজিসি-র প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কারখানার মধ্যে কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলকর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টাতেও আগুন নেভাতে পারেননি। তবে সকাল ১০ টা পর্যন্ত প্রাণহানির খবর নেই। তবে পাঁচজন আহত হয়েছেন।

ওএনজিসি জানিয়েছে, স্টর্ম ওয়াটার পাইপ থেকে আগুন লেগেছে। দমকল ও ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কোম্পানির দাবি, এর ফলে তেল শোধনের কাজে কোনও বিঘ্ন ঘটবে না।

ছবি সংগৃহীত৷

Previous articleএনআরসি নিয়ে উদ্বিগ্ন মমতা,পথে নামছে তৃণমূল
Next articleঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here