দেশের সময় ওয়েবডেস্কঃ কান ফাটানো গুলির আওয়াজে কেঁপে উঠল এসএসকেএম হাসপাতাল। শনিবার সাতসকালে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। উডবার্ন ব্লকের পেছনে নির্মীয়মাণ বাড়ির কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে কলকাতা পুলিশের এক আধিকারিককে। মাথায় চোট রয়েছে পুলিশকর্তার। তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিবাসন দফতরের সাব ইনস্পেকটর লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এদিন সকালে এসএসকেএমের ট্রমা কেয়ারে কর্তব্যরত ছিলেন। উডবার্ন ব্লকের পেছনে একটি নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। সেখানেই ছিলেন ওই পুলিশ কর্তা। আচমকাই সেখান থেকে গুলির তীব্র আওয়াজ ভেসে আসে। নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এসআই। পাশেই রয়েছে তাঁর সার্ভিস রিভলবার। কীভাবে গুলি চলল, পুলিশ কর্তার সার্ভিস রিভলবার থেকেই গুলি চলেছে কিনা, আত্মহত্যার চেষ্টা কিনা সেসব কিছুই জানা যায়নি এখনও।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের বিশেষ টিম। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, পুলিশকর্তার মাথার সামনের দিকে ক্ষত রয়েছে। গুলি লেগে সেই ক্ষত হয়েছে কিনা তা জানার জন্য সিটি স্ক্যান করা হবে। এখন হাসপাতালের ট্রমা কেয়ারেই ভর্তি এসআই লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, পুলিশকর্তার জখম গুরুতর। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই সিটি স্ক্যান শুরু হবে।