এবার ঘূর্ণিঝড়ের আতঙ্ক, আছড়ে পড়তে পারে সোমবার

0
2067

দেশের সময় ওয়েবডেস্কঃ চলছে করোনা আতঙ্ক সঙ্গে লকডাউনের চাপ তারই মধ্যে এবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।
বৃহস্পতিবার দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার নাগাদ শক্তি সঞ্চয় করে তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। আগামী রবিবার অথবা সোমবার নাগাদ তা আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা। 
নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তা ঠিক কোথায় আছড়ে পড়বে, এখনও স্পষ্ট নয়। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে তার অভিমুখ হতে পারে। পরে তা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ অথবা মায়ানমারের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখনই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। শনিবারের পর চিত্রটা আরও স্পষ্ট হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 
বৈশাখ মাসের শুরু থেকে একের পর এক ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়বৃষ্টি লেগেই রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর–আন্দামান সাগরের উপরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা ক্রমশই দক্ষিণ বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে। আগামী ১৬ মে অর্থাৎ শনিবার তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অবস্থায় পৌঁছে যাবে। এরপর দক্ষিণ–পশ্চিম এবং পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান হতে পারে ঘূর্ণিঝড়ের। শক্তি আরও বাড়িয়ে দক্ষিণ–পশ্চিমমুখী হয়ে তা উপকূলের দিকে এগোবে। এরপর রবিবার অথবা সোমবার ঘূর্ণিঝড়টি গতি বাড়ানোর পর, উত্তর–পূর্বমুখী হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। ফলে এ রাজ্য অথবা প্রতিবেশী বাংলাদেশ অথবা মায়ানমারের দিকেও যেতে পারে ঘূর্ণিঝড়টি।

Previous articleতিন বছরের জন্য সাধারণ মানুষও কাজ করতে পারবেন সেনাবাহিনীতে বেনজির পদক্ষেপ
Next articleনারী শ্রমিকদের নিরাপত্তা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ন্যূনতম মজুরি নির্ধারণ,শ্রম আইন সংস্কার নিয়ে আলোচনা অর্থমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here