

বনগাঁ :সন্তানকে নাচ শেখানোর ইচ্ছে কমবেশি সব বাঙালি অভিভাবকের থাকে।ছোট থেকেই অনেকে নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু, কখনও পরিস্থিতি বা পারিবারিক চাপে কিংবা আর্থিক সংকটের দরুণ শুধু স্বপ্নের জালটুকুই বোনা হয়ে থাকে। ইচ্ছেপূরণের পথে হাঁটতে গেলেই মনে হয় নাচ মানেই তো অনেক টাকা পয়সার ব্যাপার, কত দামি ড্রেস, গয়না সব কিনতে হবে। স্বপ্নকে বাস্তবায়িত করার পথে এক পা এগলে ১০ পা পিছিয়ে আসেন এই রকম বহু উদাহরণ রয়েছে আমাদের চারিদিকে।

আরও একটি বড় সমস্যা যেটা দেখা যায় সেটা হল বয়স। মধ্যবিত্ত পরিবারের একটা প্রথাগত ধারণা নাচ যদি শিখতে হয় তাহলে ছোট থেকেই শিখতে হবে। বড় হয়ে নাচ শেখা সম্ভব নয়। ভাবনাচিন্তার এই গণ্ডিকে প্রসারিত করতে শিখিয়েছেন বনগাঁর একজন দক্ষ নৃত্যশিল্পী শ্রীলা চ্যাটার্জী।

নিজস্ব নাচের স্কুল সৃষ্টি ডান্স ট্রুপ রয়েছে শ্রীলার। দীর্ঘ এক দশক ধরে বনগাঁয় নিজের প্রতিষ্ঠানে নাচ শেখাচ্ছেন শ্রীলা চ্যাটার্জী। দেখুন ভিডিও

এবার সেখানেই রবিবার ঊবোধন হল সৃষ্টি ডান্স স্টুডিও । নতুন ডাপ্স স্টুডিও উদ্বোধন করেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মালবিকা সেন । উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী চক্রবর্তী সহ বহু গুনীজনেরা । নৃত্য শিল্পী শ্রীলার কথায়, যেখানে একটি ছোট্ট বাচ্চাও যেতে পারে আর চল্লিশোর্ধ একজন মহিলাও তাঁর নাচ শেখার স্বপ্নপূরণ করতে পারেন। এই স্কুলে ।




