দেশের সময় ওয়েবডেস্কঃ অনেক দিন ধরেই রাজ্য বিজেপি চেয়ে আসছে অমিত শাহ আসুন কলকাতা। সেই ডাকে সাড়া দিয়ে অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে। সিএএ পাশ করানোর জন্য রাজ্য বিজেপির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে তিনি কলকাতাতেই সভা করবেন। তবে সংবর্ধনার স্থান, সময় এখনও ঠিক হয়নি বলেই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
একুশে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এই রাজ্যকে পাখির চোখ করেছে বিজেপি। আর সেই কাঙ্খিত জয়ের জন্য বিজেপি প্রধান ইস্যু করতে চায় সংশোধনী নাগরিকত্ব আইনকে। সংসদে আইন পাশ হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে সভা সমাবেশ করে চলেছে রাজ্য বিজেপির নেতারা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘুরছেন গোটা রাজ্য। কিন্তু এবার সেই প্রচারকে তুঙ্গে তুলতেই কলকাতায় অমিত শাহের সমাবেশ করতে চায় গেরুয়া বাহিনী।
দিলীপ ঘোষ জানিয়েছেন রাজ্য বিজেপির তরফ থেকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। মার্চ মাসের প্রথম দিনেই তিনি আসছে বাংলায়। কবে কী কার্যক্রম হবে তা খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলা হবে।