একঝাঁক কচিকাচার ভিড়ে কলকাতা প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন: দেখুন ভিডিও

0
111
অৰ্পিতা দে , দেশের সময়

  কলকাতা : প্রতিবছরের মত এইবছরও কলকাতা প্রেস ক্লাব অভিনব পন্থায় ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করল। সারা বছর যে সমস্ত সাংবাদিকরা সারা শহরের খবর পরিবেশন করেন আজ যেন ছিল তাদেরই দিন। এদিন সকাল থেকেই কলকাতার প্রেস ক্লাব টেন্ট মুখরিত হয়ে ওঠে কচিকাদের ভিড়ে। অনুষ্ঠিত হল বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও নাচ, গান, আবৃত্তি, ডিবেটের মধ্যে দিয়ে সাংবাদিকদের পরিবার পরিজনেরা এবং তাদের ছেলেমেয়েরা এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। বিভিন্ন বয়সের বাচ্চারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে পুরস্কার পাচ্ছে দরিয়া ভট্টাচার্য ও আবৃত্তি, গানে পুরস্কার জিতে নেয় আলেখ্য ভট্টাচার্য। দেখুন ভিডিও

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশীষ সুর, সেক্রেটারি কিংশুক প্রামানিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিতাই মালাকার সহ আরও অনেকে।

প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতেই বাচ্চারা তাদের অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল বিজেতাদের হাতে পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ, মেমেন্টো এবং শংসাপত্র তুলে দেন উপস্থিত প্রবীণ সাংবাদিকরা। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ফাস্ট ডিভিশানে উত্তীর্ণদেরও সম্বর্ধণা দেওয়া হয়। এছাড়াও সাংবাদিকদের পরিবারের সকলের জন্যে ছিল বিশেষ মধ্যাহ্নভোজনের ব্যবস্থা।

নবীন ও প্রবীণদের মেল্বন্ধনে কচিকাচাদের উপস্থিতিতে কলকাতা প্রেসক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন ছিল বেশ জমজমাট।

এইদিনই কলকাতার ফটোজার্নালিস্ট ক্লাবের উদ্যোগে প্রবীণ চিত্রসাংবাদিকদের সম্বর্ধনা প্রদানেরও একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। যেখানে সম্বর্ধণা দেওয়া হয় আননদবাজার পত্রিকার প্রবীণ আলোকচিত্র সাংবাদিক নিখিল ভট্টাচার্য সহ তারক দাস এবং দেবী প্রসাদ সিনহাকে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার তিন প্রজন্মের আলোকচিত্রসাংবাদিকেরা।
এই অনুষ্ঠানে প্রবীণ চিত্রসাংবাদিকেরা তাদের বক্তব্যে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা, চিত্রসাংবাদিকতার সেকাল একাল।

Previous articleIndependence Day 2025 স্বাধীনতা দিবসে জিএসটি নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর ,কী বলছেন পেট্রাপোল সীমান্ত বাণিজ্য মহল : দেখুন ভিডিও
Next articleIndependence Day 2025: বিবিধের মাঝে দেখ মিলন মহান! বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁয় স্বাধীনতা দিবস উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here