ইয়াস মোকাবিলায় জরুরি বৈঠক অমিত শাহের

0
518

দেশের সময় ওয়েবডেস্কঃ ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগরের মধ্যে আছড়ে পড়তে পারে ইয়াস। এ নিয়ে এবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করবেন শাহ। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গেও ভিডিয়ো বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এদিনের বৈঠকে সম্ভবত থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবর্তে বৈঠকে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

ইতিমধ্যেই ইয়াস মোকাবিলায় চূড়ান্ত তৎপর রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতি এড়াতে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদ্যুৎ, টেলিকম বিভাগের আধিকারিকরা।ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি। ইতিমধ্যেই সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে ৪৩টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস।

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। প্রভাবিত এলাকার বাসিন্দাদের সাহায্য করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানানো হয়েছে। নিরাপদ জায়গায় মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার কোভিড-১৯ এ সংক্রমিতদের চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে।সকলের নিরাপত্তা ও কল্যাণ কামনা করি’।

Previous articleঘূর্ণিঝড় ‘ইয়াস’ দিঘা থেকে দূরত্ব আর ৬৩০ কিলোমিটার জানাল আবহাওয়া দফতর
Next articleতৃণমূল যুব নেতার উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন পার্লার চালু ব্যারাকপুরে, ঠাকুরনগরে কোভিড ক্লাবের উদ্যোগেও হল পার্লার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here