ইস্তফা দিতে বলেছিল দল, উল্টে ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ‍্যকে সরালেন বনগাঁ পুরসভার পুরপ্রধান , গোষ্ঠীদ্বন্দ বলে কটাক্ষ বিজেপির: দেখুন ভিডিও

0
4
অর্পিতা বনিক, দেশের সময়

বনগাঁ : দল তাঁকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বলেছে। ১৫ নভেম্বর অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই নির্দেশ এখনও মানেননি, উলটে ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ‍্যকে পদ থেকে সরিয়ে দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। মঙ্গলবার দুপুরে অপসারণের চিঠি পেয়ে গোপালের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হলেন জ্যোৎস্না আঢ‍্য।

অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ‍্যর স্ত্রী। বনগাঁ শহরে রাজনীতিতে শংকর বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত। এমন পরিস্থিতি পুরসভা নির্বাচনের পর ২০২২ সালে গোপাল বনগাঁ পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান শংকরের স্ত্রী জ্যোৎস্না। তবে পুরসভা পরিচালনার ক্ষেত্রেও বরাবর চেয়ারম্যানের বিপরীত অবস্থানেই থেকেছেন জ্যোৎস্না। এরই মধ্যে দলের তরফে চেয়ারম্যান পদ থেকে গোপালকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। তা না করে উলটে এদিন তিনি ভাইস চেয়ারম্যানের পদ থেকে জ্যোৎস্না আঢ‍্যকে সরিয়ে দেন। দেখুন ভিডিও

যে চিঠি জ্যোৎস্না পেয়েছেন তাতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুর আইন, ১৯৯৩ এর ২১(সি) ধারায় প্রদত্ত ক্ষমতা অনুসারে, কাজে অসন্তুষ্টি এবং দীর্ঘদিন ধরে পুরসভার রাজস্ব আয় বৃদ্ধিতে জ্যোৎস্না আঢ‍্যর কর্তব্যে গাফিলতির কারণে চিঠি পাওয়ার পরপরই ভাইস চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হচ্ছে। এনিয়ে জ্যোৎস্না আঢ‍্য বলেন, “গোপাল শেঠ আগেও আমার বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে। দলের নির্দেশে বরাবর চুপ ছিলাম। এখন দল ওঁকে সরে যেতে বলেছে, কিন্তু পদত্যাগ না করে ফের আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। আসলে মাঝে ওঁকে যে সাত দিন সময় দেওয়া হয়েছে, এই সময়টা বেছে নিয়েছে এগুলি করার জন্য।” যদিও এনিয়ে কিছু বলতে নারাজ গোপাল শেঠ।

গোটা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন এর আগেও আমি বলেছি তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের জন্য যেন বনগাঁর পৌর নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। ওরা যা ইচ্ছা করুক ।

Previous articleএবার ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসবেন মমতাবালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here