আমপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
573

দেশের সময় ওয়েবডেস্কঃ গত সপ্তাহের বুধবার সুপার সাইক্লোন আমপান আছড়ে পড়েছিল পশ্চিবঙ্গে। আজ, শুক্রবার নবান্নের ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যে মৃত্যু হয়েছে ৯৮ জনের। দু’দিন আগেও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, আমপানে মৃতের সংখ্যা ৮৬। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে।

ঝড়ের বিকেল থেকেই মৃত্যুর খবর আসতে শুরু করেছিল। টিনের শেড ভেঙে হাওড়ায় মৃত্যু হয়েছিল এক কিশোরীর। সন্ধের সময়ে ঝড়ের গতি বাড়তে থাকার সময়েই জানা গিয়েছিল, কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় গাছ পড়ে মা এবং ছেলের মৃত্যু হয়েছে। তারপর যত সময় এগিয়েছে ততই বেড়েছে মৃতের সংখ্যা। সাইক্লোনের পরের দিনই জানা যায়, শুধু কলকাতাতেই ঝড়ের কারণে মৃত্যু হয়েছে ১৯ জনের। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মৃতের খবর আসতে শুরু করে। কারও প্রাণ গিয়েছে গাছ পড়ে, কেউ মারা গিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

অনেকের মতো, আমপানের কারণে টেলিযোগাযোগ, ইন্টারনেট পরিষেবা-সহ সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার ফলেই সমস্ত জায়গা থেকে রিপোর্ট আসতে সময় লাগছে। আগেই উমফানে মৃতদের পরিবারের জন্য আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু পরিবারের হাতে প্রশাসনের তরফে ক্ষতিপূরণের চেক পাঠিয়েও দেওয়া হয়েছে। বাকিদের কাছেও ক্ষতিপূরণের অর্থ দু’একদিনের মধ্যে জেলা প্রশাসন পাঠিয়ে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০০৯ সালে এমনই এক ভয়ঙ্কর সাইক্লোন আয়লায় ৩৩৯ জন মারা গিয়েছিল। আয়লার চেয়ে উমফানের প্রভাব অনেকটাই বেশি। ক্ষয়ক্ষতিও বেশি। কিন্তু আগাম সাবধানতার কারণে প্রাণহানি অনেক কম হয়েছে।

Previous article১ জুন বাংলায় মন্দির, মসজিদ, গির্জা খুলবে! ৮ জুন থেকে সরকারি, বেসরকারি সমস্ত অফিসে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে: নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleবিকেলের ঘোষণায় সংশোধন, আপাতত ৭০ শতাংশ রাজ্য সরকারি কর্মচারি কাজ করবেন টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here