দেশের সময় ওয়েবডেস্কঃ নির্বাচনের ফলপ্রকাশের পরই উত্তপ্ত দিল্লি। আম আদমি পার্টির বিধায়ককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। অল্পের জন্য ওই বিধায়ক রক্ষা পেয়েছেন। তবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দলীয় এক কর্মীর। আরেকজন গুরুতর জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কে বা কারা বিধায়ককে লক্ষ্য করে গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার সন্ধেয় মেহরৌলির আপ বিধায়ক নরেশ যাদব মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। অরুণা আসফ আলি মার্গের কাছে আচমকাই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বিধায়কের গা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। তবে গুলিবিদ্ধ হয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জন আপ কর্মী।
তাঁদের মধ্যে অশোক মান (৪৫) নামে এক আপ কর্মী ঘটনাস্থলেই মারা যান। হরেন্দ্র নামে গুলিবিদ্ধ আরেক আপ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই দাবি চিকিৎসকদের। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।
বিধায়ক নরেশ যাদব বলেছেন, ‘গুলিবিদ্ধ হয়ে আপ কর্মীর মৃত্যু সত্যিই দুর্ভাগ্যজনক। প্রায় চার রাউন্ড গুলি চালানো হয়েছে। কে বা কারা গুলি চালাল সে বিষয়ে আমি কিছুই জানি না। গুলি চালানোর কারণও বুঝতে পারছিনা। আমি নিশ্চিত পুলিশ খতিয়ে দেখলে পরিষ্কার হয়ে যাবে গোটা ঘটনা। তদন্তকারীরা রাস্তার ধারের সিসিটিভি ফুটেজের উপর ভরসা রাখলে নিশ্চয়ই দোষীদের চিহ্নিত করতে পারবে।’ বিধায়ককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ।