দেশের সময় ওয়েবডেস্কঃ সম্প্রতি অভিযোগ ওঠে ইংরেজি নিউজ চ্যানেল রিপাবলিক টিভি ও আরও দু’টি চ্যানেল জালিয়াতি করে তাদের টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) বাড়িয়ে দেখিয়েছে। এভাবে বিজ্ঞাপনদাতাদের থেকে তারা আদায় করেছে বাড়তি অর্থ। কোনও চ্যানেলের টেলিভিশন রেটিং দেয় ব্রডকাস্টিং অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বার্ক) নামে এক সংস্থা। তারা বৃহস্পতিবার ঘোষণা করেছে, আপাতত তিন মাস কোনও চ্যানেলের রেটিং ঘোষণা করা হবে না। ইংরেজি, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার নিউজ চ্যানেলের সাপ্তাহিক টিআরপি প্রকাশ বন্ধ থাকবে।
এদিন বিবৃতি দিয়ে বার্ক জানায়, যেভাবে টিআরপি নির্ধারণ করা হয়, সেই পদ্ধতি খতিয়ে দেখা হবে। আগামী দিনে যাতে আমাদের দেওয়া তথ্য আরও নির্ভুল হয়ে ওঠে, কেউ যাতে তা বিকৃত না করতে পারে, তার চেষ্টা করা হবে।
রিপাবলিক টিভি বাদে অপর যে দু’টি চ্যানেলের বিরুদ্ধে টিআরপি নিয়ে রিগিং-এর অভিযোগ উঠেছে, তার মধ্যে আছে ফক্ত মারাঠি ও বক্স সিনেমা। ওই দু’টি টিভি চ্যানেলের মালিক গ্রেফতার হয়েছেন। রিপাবলিক টিভির কয়েকজন ডিরেক্টরকে জেরা করা হয়েছে।
রিপাবলিক টিভি দাবি করে, টিআরপি রেটিং-এ তারাই দেশের শীর্ষে। মুম্বই পুলিশের সন্দেহ, মিথ্যা করে ট্যাম রেটিং পয়েন্ট বাড়িয়ে দেখায় সাংবাদিক অর্ণব গোস্বামীর চ্যানেল।
মুম্বইয়ের পুলিশ প্রধান পরমবীর সিং বলেন, অভিযুক্ত চ্যানেলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত হবে। পুলিশ দেখবে, তারা বিজ্ঞাপন পাওয়ার জন্য অসাধু উপায় অবলম্বন করে কিনা। শুধু রিপাবলিক টিভি নয়, আরও কয়েকটি চ্যানেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও পরীক্ষা করা হবে।
মুম্বইয়ের পুলিশ প্রধান স্পষ্ট বলেন, অভিযুক্ত চ্যানেলের ম্যানেজমেন্টের শীর্ষস্থানীয় কর্তাদের সম্পর্কে তদন্ত করা হবে। তাঁরা যত সিনিয়রই হোন, তদন্ত থেকে রেহাই পাবেন না। যদি দেখা যায়, কেউ অসাধু পথে অর্থ সংগ্রহ করেছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সিজ হবেই, পরে আরও ব্যবস্থা নেওয়া হবে।
পরমবীর সিং বলেন, “অনেক সময় মিথ্যা করে রেটিং বাড়িয়ে দেখানো হয়। চ্যানেলগুলি বিজ্ঞাপন বাবদ বেআইনিভাবে অর্থ সংগ্রহ করে। একে জোচ্চুরি বলেই ধরা হবে।” পরে তিনি বলেন, “অনেক চ্যানেল টিআরপি নিয়ে মিথ্যা তথ্য দেয়। বিজ্ঞাপন বাবদ রাজস্ব বাড়ানোর জন্যই তারা এই কাজ করে।”
মুম্বইয়ের পুলিশ প্রধান বলেন, অনেক পরিবারকে বলা হয়, কয়েকটি চ্যানেল সারা দিন চালিয়ে রাখুন। যে পরিবারের কেউ ইংরেজি জানেন না, তাঁরাও ইংরেজি চ্যানেল চালিয়ে রাখেন। সেজন্য তাঁদের মাসে ৪-৫০০০ টাকা দেওয়া হয়।
পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “পরমবীর সিং রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। যেহেতু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল রিপাবলিক টিভি, সেই কারণেই এ সব বলছেন তিনি। ওঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবে রিপাবলিক টিভি।”
২০১৭ সালের মে মাসে রিপাবলিক টিভির সম্প্রচার শুরু হয়। তার দুই প্রতিষ্ঠাতা ছিলেন অর্ণব গোস্বামী ও রাজীব চন্দ্রশেখর। ২০১৯ সালে চন্দ্রশেখর তাঁর অংশের শেয়ারের এক বড় অংশ অর্ণবকে বেচে দেন। প্রথমে চন্দ্রশেখরের এশিয়ানেট নিউজ এই চ্যানেলে অর্থ যোগাত।