দেশের সময়ওয়েব ডেস্কঃ ৩১ আগস্টের মধ্যে প্যান ও আধার নম্বর সংযুক্তিকরণ করতেই হবে। নাহলে ১ সেপ্টেম্বর থেকে প্রায় ২০ কোটি প্যান কার্ড বাতিল হয়ে যাবে।
আয়কর দপ্তর একবার প্যান কার্ড বাতিল করে দিলে তা আর ব্যবহার করা যাবে না। আয়কর দপ্তরের এক আধিকারিক বলেছেন, ‘প্রায় ২০ কোটি প্যান কার্ড গ্রাহকের সবার আধার কার্ড নেই।
এটা বিশ্বাসযোগ্য নয়।’ জানা গেছে, ভারতে প্রায় ৪৩ লক্ষ মানুষের কাছে রয়েছে প্যান কার্ড। আর ১২০ কোটি মানুষের হাতে রয়েছে আধার কার্ড। আয়কর দপ্তরের তরফে বলা হয়েছে, যাঁদের আধার কার্ড নেই। তাঁদের হাতে আরও ৪০ দিন সময় রয়েছে। দ্রুত আধার কার্ড তৈরি করে নিন। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে, প্যান কার্ডের মাধ্যমে অনেকেই বেআইনিভাবে ব্যাঙ্ক থেকে ঋণ কিংবা ক্রেডিট কার্ড নিয়ে যাচ্ছে।
তাদের অনেকেই আবার নেপাল কিংবা ভুটানে গিয়ে প্যান কার্ডকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করছে। এই প্রক্তিয়া বন্ধ করতেই প্যান ও আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। ৩১ আগস্টের মধ্যে সংযুক্তিকরণ না করালে ১ সেপ্টেম্বর থেকে বাতিল হয়ে যাবে প্যান কার্ড।