আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাবেন কী ভাবে? জেনে নিন পদ্ধতি

0
919

দেশেরসময় ওয়েবডেস্কঃ: আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বেশির ভাগ নাগরিকেরই এখনও পর্যন্ত আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করা হয়নি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করা হলে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড। আর এ ক্ষেত্রে বেশ ব্যাঙ্কে টাকা জমা দেওয়া, আয়কর জমা দেওয়া, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের আবেদন করার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই জেনে নিন কী ভাবে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাবেন…

১) প্রথমে www.incometaxindiaefiling.gov.in সাইটে ক্লিক করুন।

২) এর পর ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন। এখানে লিঙ্ক করানোর যে অপশন পাবেন সেটি সিলেক্ট করুন।

৩) এ বার এখানে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার পর নিচের ‘আধার অপশন’-এ ক্লিক করুন। ব্যস, আপনার আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক হয়ে যাবে।

৪) এ ছাড়াও, ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে এসএমএস করেও আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাতে পারবেন।

৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান আর আধার লিঙ্ক না করালে যে মারাত্মক সমস্যাগুলি হতে পারে:

প্যান কার্ডের গুরুত্ব কতটা, সে কথা আমাদের প্রায় সকলেই জানি। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনও ক্ষেত্রে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক। তবে শুধু প্যান কার্ড থাকলেই তো হবে না, সেটিকে লিঙ্ক করাতে হবে আধার কার্ডের সঙ্গে। না হলে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। শুধু তাই নয়, বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে আপনার প্যানকার্ড!

আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করার সময়সীমা আগেই বাড়িয়েছে কেন্দ্র। আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ২০১৯-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত বেশির ভাগ নাগরিকেরই আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করা হয়নি। ভারতের প্রায় ৪২ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে। আয়কর দফতর সূত্রের তথ্য অনুযায়ী, অধিকাংশ নাগরিকের আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করানো এখনও বাকি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করা হলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। আর এ ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করালে কী কী সমস্যা হবে দেখে নিন এক নজরে…

১) ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করা হলে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড।

২) প্যান কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে গেলে যে সব লেনদেনে আধার বাধ্যতামূলক, সেই লেনদেনগুলি আর করা যাবে না।

৩) আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করালে কোনও ব্যক্তির পক্ষে ব্যাঙ্কে এক দিনে ৫০ হাজার টাকা জমা করা করতে সমস্যায় পড়তে হবে।

৪) ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের আবেদনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে।

Previous articleজঙ্গি টার্গেটে মোদী-শাহ,ডোভালকে, গোয়েন্দা রিপোর্টে সতর্কতা
Next articleনারদ কাণ্ড: আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করল সিবিআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here