দেশের সময় ওয়েবডেস্কঃ আজ বুধবার থেকেই ভার্চুয়াল পুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলা–সহ ১০টি জেলার পুজো উদ্বোধন করবেন তিনি। নবান্ন থেকে বিকেল ৪টের সময় এই উদ্বোধন শুরু হবে।
বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ১৫ তারিখ বৃহস্পতিবার বাকি জেলার পুজো উদ্বোধন করবেন তিনি। জেলাগুলি হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।
পুজোমণ্ডপের আশপাশে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। মণ্ডপ থেকে সরে কোনও মুক্ত মঞ্চ, হল অথবা খোলা জায়গায় অনুষ্ঠান করা যাবে। জায়গা বুঝে ২০০ জন পর্যন্ত অনুষ্ঠান দেখতে পারবেন। এর ফলে শিল্পীরা উপার্জন করতে পারবেন। তাঁদেরও অর্থের প্রয়োজন। তাঁদের পাশে আমাদের সরকার সব সময় আছে। তাঁরা যেন দুশ্চিন্তা না করেন।’ মঙ্গলবার পুজোর সময়ে দোতলা বাস উদ্বোধন করতে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নবান্ন সভাঘরে এদিন অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পুজোর সময় মাস্ক পরবেন। বাইরে থেকে প্রচুর লোক আসবে। উৎসবের সময়ে প্রতিবেশীদের বাড়ি যাওয়ার আগেও মাস্ক পরবেন। পুজোমণ্ডপের আশপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান করলেই ভিড় হবে। এক দিকে মণ্ডপের ভিড়, অন্য দিকে অনুষ্ঠানের ভিড়— এই দুটো পুলিশের পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়বে।
তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত এই নিষেধ বলবত থাকবে। আমি আবার বলছি, সোশ্যাল ডিসটেন্স কথাটা ভুল। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মহারাষ্ট্রে রোগটা আবার ছড়াচ্ছে। আমাদের রাজ্যে বাইরে থেকে স্পেশ্যাল ট্রেন, বিমান, লরি, বাস আসছে। মাথায় রাখতে হবে এই রোগটা যেন না ছড়ায়।’
এদিন মুখ্যমন্ত্রী কলকাতা–লন্ডন বিমান চালু করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান। দিল্লি, মুম্বই থেকে বিমানে অনেকে লন্ডন যাচ্ছেন। কলকাতা থেকে এই যাতায়াত কেন বন্ধ থাকবে। অসামরিক বিমান দপ্তরের কাছে তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ১০ বছর ধরে আমরা দাবি জানিয়ে আসছি। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে ফের কেন্দ্রকে চিঠি দেবেন।
তিনি বলেন, ‘বিমানে যেসব যাত্রীদের পাঠানো হচ্ছে, বিমানে ওঠার আগে তাঁদের শারীরিক পরীক্ষা করতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে। এর ফলে বিমানে জায়গা থাকা সত্ত্বেও অনেকে জায়গা পাচ্ছেন না। বিমান স্যানিটাইজ করে ছাড়া হোক। কলকাতায় বিমানবন্দরে আমরা র্যাপিড টেস্ট করে নেব। আক্রান্ত হলে সেফ হাউসে পাঠাব। আইসোলেশনে থাকবেন। এসি–তে বেশিক্ষণ থাকলে রোগ ছড়ায়। যাত্রীদের সচেতন হতে হবে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে অনেকেই ইউরোপ যেতে চান। বিমান না থাকলে কী করে তাঁরা যাবেন?’ আজ, বুধবার থেকে পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। বারবার মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ‘মণ্ডপে ভিড় করবেন না। উদ্যোক্তাদের এ ব্যাপারে বিশেষ দায়িত্ব নিতে হবে। স্বেচ্ছাসেবকদের বেশি করে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘করোনা বিদায় করে সব ধর্মের মানুষ উৎসবে শামিল হোন।’