মেষ – অন্যের কোনও বিষয়ে হস্তক্ষেপ করবেন না। বিবাদ এড়িয়ে চলাই ভাল। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আইনি কাজে সফলতা আসতে পারে।
বৃষ – কেরিয়ার নিয়ে গাফিলতি করবে না। চোট আঘাত লাগতে পারে। দাম্পত্য জীবনে শান্তি। সূর্যদেবকে জল দান করুন।
মিথুন – স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভাল হবে। আজ ধনযোগ রয়েছে। কেরিয়ারের সমস্যাও কেটে যাবে। তবে রাগ সংযত রাখা খুবই প্রয়োজন।
কর্কট – স্বাস্থ্য ভালোই থাকবে। ধনলাভের সম্ভাবনা। কাজের জায়গায় সতর্ক থাকুন। পিতা মাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে।
সিংহ – জরুরী কাজ সম্পন্ন হবে। পারিবারিক বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে ভাবনাচিন্তা করে কথা বলুন, বিপদে পড়তে হতে পারে।
কন্যা – সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
তুলা – দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান। কোনও নিয়ম লঙ্ঘন করলে বিপদে পড়তে পারেন।
বৃশ্চিক – দিনটি কাটবে ব্যস্ততার মধ্যে দিয়ে। ধনলাভের যোগ আছে। বিবাহ সংক্রান্ত বিষয় এগোবে। বিচক্ষণতার সঙ্গে কাজ করুন, সামান্য ভুলে বড় ক্ষতি হতে পারে।
ধনু – আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কোনও ভুল সিদ্ধান্ত সমস্যায় ফেলতে পারে। অতিরিক্ত পরিশ্রম থেকে সাবধান, শারীরিক অসুস্থতা বাড়তে পারে।
মকর – আর্থিক বিষয়ে দিনটি খুব একটা ভালো নয়, সময় দিতে হবে। দাম্পত্য কলহের আশঙ্কা। শারীরিক উন্নতির জন্য দূরে ভ্রমণ।
কুম্ভ – আর্থিক দিক থেকে সময়টা ভালো নয়। কোনও ভুল সিদ্ধান্তে আটতে যেতে পারে অর্থ। পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা।
মীন – নিজের আর্থিক পরিস্থিতি বদলাতে চেষ্টা চালিয়ে যাওয়া জরুরী। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইন সংক্রান্ত কাজে আসতে পারে সাফল্য।