দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবারও মেঘলা আকাশ নিয়েই আড়মোড়া ভাঙল শহর ও গ্রামের। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি। তবে রবিবারের মুষোলধারে বৃষ্টির পর থেকেই শহরে অস্বস্তিভাব অনেকটা কেটে গিয়েছে। সোমবারও বজায় থাকবে স্বস্তি। শুধু সপ্তাহের প্রথম দিনই নয়, আগামী পাঁচ দিন আবহাওয়া পরিবর্তন হচ্ছে না। ঝড়-বৃষ্টি চলবে গোটা সপ্তাহজুড়েই। এমনটাই খবর আলিপুর আবহাওয়া সূত্রে।
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। এদিন সারাদিন আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কমতে শুরু করার ইঙ্গিতও দিয়েছে আবহাওয়া দফতর।
বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভাসবে উত্তর দিনাজপুরও। রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টির স্পেল চলবে আরও কয়েকটা দিন। এর প্রভাবে সামগ্রিকভাবেই তাপমাত্রা কমবে বাংলায়। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও মিলবে রেহাই। কাঠফাটা রোদ উধআও হয়ে মেঘলা আকাশ থাকবে রাজ্যজুড়ে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই সুখবর মিলেছে। এ বছর বর্ষা স্বাভাবিক হবে দেশে। কিন্তু, কবে আসবে বর্ষা? প্রতিবছরই কোনও না কোনও ভাবে বর্ষার আসা নিয়ে টালবাহানা ঘটে। তবে, এবার আর দেরি করবে না বর্ষা। স্বাভাবিক সময়েই এবার দেশে বর্ষা ঢুকবে, এমনটাই জানাল আবহাওয়া দফতর।
উল্লেখ্য, দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক দিন ১ জুন। এ দেশে কেরলেই প্রথম বর্ষা ঢোকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১ জুন নিয়মমাফিক কেরলে বর্ষা ঢুকবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বার্ষিক বৃষ্টি হবে প্রায় ৭০ শতাংশ।