আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে আমাদের রাজ্যেও:মমতা বন্দ্যোপাধ্যায়

0
1419

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে বাড়ল লকডাউনের মেয়াদ। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে, শনিবার বিকেলের সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সে অন্তত ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কমবেশি সকলেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সওয়াল করেছিলেন।

প্রসঙ্গত, সরসারি লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা না বললেও ক’দিন আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে তিনি বিশেষজ্ঞদের কাছেই শুনেছেন অন্তত ৪৯ দিন লকডাউন মেনে চলা ভাল। তবে একই সঙ্গে তিনি এও বলেন, এটা কোনও সিদ্ধান্ত নয়। তিনি যা শুনেছেন সেটাই শেয়ার করলেন মাত্র।
আজ সাংবাদিক বৈঠকে শেষমেশ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, আরও ১৬ দিন বাড়ছে লকডাউন। পাশাপাশি তিনি এ-ও ঘোষণা করেন, ১০ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ, গরমের ছুটির পর খুলবে।
তিনি অনুরোধ করেন, “লকডাউন মেনে চলুন দয়া করে। আমি রিকোয়েস্ট করছি সবার কাছে। কেউ কোথাও জমায়েত করবেন না। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা কোথাও টেস্টের জন্য গেলে প্লিজ সহযোগিতা করবেন।”

এক নজরে এদিন কী বললেন মমতা—

• করোনার মোকাবিলায় ডিজিপির ১০ শতাংশ খরচ করছে আমেরিকা। ইংল্যান্ড ১৫ শতাংশ এবং জাপান ২০ শতাংশ খরচ করছি। প্রধানমন্ত্রীকে জিডিপির ৬ শতাংশ খরচ করতে বলেছি।

প্রধানমন্ত্রীর কাছে ২৫ হাজার কোটি টাকা চেয়েছি। অসংগঠিত এবং ক্ষুদ্রশিল্পের জন্য প্যাকেজ চেয়েছি।

• জিএসটি বাবদ বকেয়া আড়াই হাজার কোটি টাকা মিটিয়ে দিতে বলেছি কেন্দ্রকে।

• অনলাইনে ফুড ডেলিভারি চালু রাখা হবে।কিন্তু কোনও রকম জমায়েত করা যাবে না। ভিড় করা যাবে না রাস্তায়। ৩টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে বলব কড়াকড়ি করতে, বাড়াবাড়ি নয়।

• নিয়ম না মানলে কড়া ব্যবস্থা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিপণি খোলা থাকবে।

• বাংলায় এখনও দু’লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। কেন্দ্র সরকারকে সবরকম ভাবে সহযোগিতা করছি। তাঁদের মন্ত্রীরাও যেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন।

• তেমন হলে রোগীর সংখ্যা আরও বাড়বে। তাই লকডাউন বাড়ানোর কথা বলেছি। লকডাউন চললেও ডাক্তারখানা খোলা থাকবে।

• অমিত শাহকে জানিয়েছি, বাংলার তিন দিকে সীমান্ত রয়েছে। বাইরে থেকে কিছু লোক ঢোকার চেষ্টা করছেন। বাংলা যদি বিপদে পড়ে তাহলে গোটা উত্তর-পূর্ব ভারত বিপদে পড়বে।

• আপত্তি জানিয়েছি কিছু বিষয়ে।

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। তার পর পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে।

• ১৬টি পরিবারের ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

• রাজ্যে ৯৫ জন করোনায় আক্রান্ত রয়েছেন।

Previous articleআরও দু’ সপ্তাহ লকডাউন চলবে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
Next articleস্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ, অভিযোগ মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here