আগামী বছর দুর্গাপুজো কবে? দেখে নিন দিনক্ষণ

0
2082

দেশেরসময় ওয়েবডেস্কঃ পুজো এলো চলেও গেল। কিন্তু বাঙালির ঠিক মন ভরল না। উল্টে মন খারাপই বাড়ল। এই করোনা আবহে মর্ত্যবাসীকে মর্ত্যে রেখে চলে গেলেন মা। বাড়ল দুশ্তিন্তা। আগামী দিন আরও ভয়ঙ্কর হয়ে আসবে না তো!‌ 

করোনা বিধি মেনে পুজোয় ঘুরে বেড়ানো, ঠাকুর দেখা হয়নি। হয়নি বাঙালির আড্ডা, রাস্তায় দাঁড়িয়ে রোল, চাউমিন খাওয়া। হয়নি অঞ্জলি, সিঁদুর খেলা। মাস্কের ঘেরাটোপে সাজেও সাধ অপূর্ণ। তাই পরের বছরের পুজোর প্রতীক্ষা যেন আরও বেশি এবার। আজ দশমী থেকে শুরু হয়ে গেছে দিন গোনা। কবে আসবেন মা?‌ কবে সেরে উঠবে ধরা?‌
পরের বছর মহালয়া– ৬ অক্টোবর, বুধবার। ষষ্ঠী– ১১ অক্টোবর, সোমবার। সপ্তমী পুজো— ১২ অক্টোবর, মঙ্গলবার। মহাঅষ্টমী– ১৩ অক্টোবর, বুধবার। মহানবমী– ১৪ অক্টোবর, বৃহস্পতিবার। বিজয়া দশমী– ১৫ অক্টোবর, শুক্রবার ৷ 
এই দিনক্ষণ দেখে নিয়ে আপনিও শুরু করে দিন গণনা। ছকে নিন পরিকল্পনা। এবারেরটা উশুল করে নিতে হবে যে!‌

Previous articleসময়ের চাকা নিশ্চয় ঘুরবে, অপেক্ষা আগামী শারদীয়ার
Next articleছবির লড়াই:Photo fight/Editor’s Choice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here