আগামীর পরিকল্পনা কী? বছর শুরুতেই জানালেন লাল হলুদের টনি ও মোহনবাগানের সনি

0
2692

দেশের সময়, ওয়েব ডেস্ক:- চোটের দরুন লাল হলুদ শিবির থেকে বিদায় নিয়েছেন আল আমনা। যার পরিবর্তে দলে যোগ দিয়েছেন নয়া বিদেশী টনি ডোভাল। পুরনো বছরে শহরে পা রাখলেও এখনও শেষ হয়নি সই পর্ব। যা সম্পুর্ন হলেই ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক ঘটবে টনি-র। অতএব সময় কম বুঝে ইতিমধ্যেই কোচ-এর নির্দেশ মতো চলছে দলের সাথে অনুশীলন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টনি বলেন, “দলের জন্য নিজের সবটা দিয়ে খেলবো”। “পাশাপাশি ডার্বি নিয়ে আমার ভাবনাটা একটু বেশী”। “বেঙ্গালুরুতে খেলার সময় কলকাতা ডার্বি-র উত্তাপ অনুভব করেছিলাম”। “তাই ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর এমন একটি ম্যাচ খেলার জন্য মুখীয়ে রয়েছি”। অন্যদিকে বছর শুরুতেই সবুজ মেরুন জার্সিতে মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন সনি নর্দে। অতীতে চোটের কারনে দলের বাইরে থাকলেও এই মুহূর্তে সনি মনে করেন, “মাঠে নামার জন্য সম্পুর্ন ফিট রয়েছেন তিনি”। “অতএব রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে কোন সমস্যা হবে না”।

Previous articleইছামতীতে বাছাড়ি বাইচ প্রতিযোগিতা
Next article“তুমি তো সে, যে মাঠে স্লেজিং করছিল” সরাসরি ঋসভ পন্থ-কে প্রশ্ন করলেন অজি প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here