আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, প্রত্যয়ী মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়

0
623

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার নেতাজি ইনডোরে অনুষ্ঠিত খেলা হবে দিবসের সূচনা অনুষ্ঠানে লক্ষ লক্ষ লাল-হলুদ জনতাকে যেন অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের ১০২ তম প্রতিষ্ঠাদিবস ছিল। কোভিডের কারণে জাঁকজমক উদযাপন হয়নি। তবে আশঙ্কার ভ্রুকুটি নিয়েই প্রিয় ক্লাবের প্রতিষ্ঠা দিবস সোশ্যাল মাধ্যমে উদযাপন করেছেন লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক। এবার আইএসএলে খেলবে তো? জটিলতা কাটবে তো?

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। সব মিটে যাবে। চুক্তি সই হবে। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। আমার কাছে সেরকম তথ্যই রয়েছে। আমি এটুকু বলতে পারি, একটু ছেড়ে খেলুন। তা হলে চুক্তিটা হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। পাঁচ বছরের জন্য কেউ দায়িত্ব নেবে, এটাও মুখের কথা নয়। পঞ্চাশ কোটি টাকা করে লাগে। তাদেরও অনেক বলে রাজি করানো হয়েছে। সদস্যদের নিয়ে যে সমস্যা ছিল সেটাও মিটে গিয়েছে। বাকিটাও আশা করি দ্রুত সমাধান হবে।’

ঠিক যেন গত বছরের ছবিই ফিরে এল ৷ আগের বার শেষমুহূর্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই প্রথমবার আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছিল ইস্টবেঙ্গল৷ এবারও ক্লাবে চরম ডামাডোল চলছে ৷ আইএসএলে খেলা কার্যত অনিশ্চিতই হয়ে পড়েছিল লাল-হলুদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কিছুটা হলেও স্বস্তি পেলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তা এবং সমর্থকরা ৷

‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,  “চিন্তা নেই। সমস্যা মিটে যাবে। আইএসএলে খেলবে ইস্টবেঙ্গলও।” শুধু লাল-হলুদই নয়, মুখ্যমন্ত্রী জানান, তিনি মহমেডান স্পোর্টিংকেও আইএসএলে খেলতে দেখতে চান ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোহনবাগান আইএসএলে খেলছে, চুক্তি ঠিক আছে। নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ খারাপ? চিন্তা নেই। হয়ে যাবে। চুক্তি-টুক্তি হচ্ছে। একটু ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনমালিন্য হচ্ছে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক।’’

অনেকের মতে ইস্টবেঙ্গল কর্তাদের উদ্দেশেই বার্তা দিয়েছেন মমতা। প্রসঙ্গত, শ্রী সিমেন্টের চুক্তিপত্রে কর্তারা সই করতে চাইছেন না। তাঁদের বক্তব্য, ইনভেস্টর যে শর্ত দিয়েছে তা মেনে নেওয়া মানে ক্লাবকে বেঁচে দেওয়া। এ নিয়ে অনেক দিন ধরেই দড়ি টানাটানি চলছে।

অনেকের মতে, মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, সে সংস্থা পাঁচ বছরের জন্য টিমের দায়িত্ব নিচ্ছে সেটা মামুলি ব্যাপার নয়। প্রসঙ্গত, গত বছর ২ সেপ্টেম্বর নবান্নে বসেই চুক্তি চূড়ান্ত হয়েছিল ইস্টবেঙ্গল শ্রী সিমেন্টের মধ্যে। এবারও সেই মমতাই অভয়বাণী শোনালেন।

এবার থেকে প্রতি বছর ১৬ অগাস্ট বাংলায় পালিত হবে ‘খেলা হবে’ দিবস। সে কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সোমবার সেই প্রকল্পেরই শুভ উদ্বোধন হল।

Previous articleদেড় বছরে ত্রিপুরায় তৃণমূল সরকার! ১৫ দিনের মধ্যে আবার আসব চ্যালেঞ্জ অভিষেকের
Next articleDaily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here