অশোকনগরের পর এ বার তেল ও গ্যাসের মানচিত্রে উঠে আসছে গোপালনগর, আশাবাদী ওএনজিসি

0
2

অশোকনগরের পর এ বার বনগাঁ ব্লকের গোপালনগরেও মাটির নীচ থেকে খনিজ তেল ও গ্যাস পাওয়ার সম্ভবনার কথা জানালেন ওএনজিসি কর্তৃপক্ষ। গবেষণায় এই সম্ভাবনা যদি আগামী দিনে বাস্তবায়িত হয়, সে ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের মানচিত্রে উঠে আসবে বনগাঁর গোপালনগর।

স্বাভাবিক ভাবেই ওএনজিসি কর্তৃপক্ষের এই বক্তব্যে আশায় বুক বাঁধতে শুরু করেছে গোপালনগরের বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর অনুসন্ধানের পর অশোকনগরের বাইগাছি এবং ভুরকুন্ডা পঞ্চায়েত এলাকায় মাটির নীচ থেকে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করেছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। বাইগাছি মৌজায় তেল ও গ্যাসের কূপ খননের জন্য ইতিমধ্যেই অতিরিক্ত জমি দিয়েছে রাজ্য সরকার।
অশোকনগর থেকে গোপালনগরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

বনগাঁ-রানাঘাট শাখার গোপালনগর স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে আকাইপুর পঞ্চায়েত। বনগাঁ ব্লকের প্রত্যন্ত ওই পঞ্চায়েত থেকে ভারত-বাংলাদেশের সীমান্তের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অধিকাংশ বাসিন্দাই কৃষিজীবী। পঞ্চায়েতে বেশ কয়েকটি বাঁওড় রয়েছে।চাষবাস ও মাছ ধরাই এলাকার বাসিন্দাদের মূল জীবিকা।

অশোকনগর থেকে গোপালনগরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। বনগাঁ-রানাঘাট শাখার গোপালনগর স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে আকাইপুর পঞ্চায়েত। বনগাঁ ব্লকের প্রত্যন্ত ওই পঞ্চায়েত থেকে ভারত-বাংলাদেশের সীমান্তের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অধিকাংশ বাসিন্দাই কৃষিজীবী। পঞ্চায়েতে বেশ কয়েকটি বাঁওড় রয়েছে।চাষবাস ও মাছ ধরাই এলাকার বাসিন্দাদের মূল জীবিকা। পঞ্চায়েতের একটা বড় অংশের মানুষই নিম্নবিত্ত। বেশ কয়েক বছর ধরেই বনগাঁ ব্লকের বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি।

আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুর গ্রামে গত ছ’মাস ধরে মাটির নীচ থেকে তেল ও গ্যাসের অনুসন্ধানের কাজ শুরু করেছে ওএনজিসি। তার জন্য ইতিমধ্যেই ১৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। দিল্লি থেকে কলকাতা অফিসের আধিকারিকরা এসে কাজের তদারকি করছেন। দীর্ঘ ছ’মাস ধরে মাটি পরীক্ষা এবং মাটির নীচে অনুসন্ধান চালিয়ে তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভবনার কথাই শোনা গেল ওএনজিসি ম্যানেজার মানস কুমার নাথের গলায়।

তিনি জানান, দ্রুত মূল ড্রেজিংয়ের কাজও শুরু করতে চাইছেন ওএনজিসি কর্তৃপক্ষ। ফলে এই কাজের জন্য আরও জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। সে ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েতের বাসিন্দাদের সহযোগিতা বিশেষ প্রয়োজনের বিষয়টি বিলক্ষণ বোঝেন কর্তৃপক্ষ।সে কারণেই এলাকাবাসীর পাশে থাকার বার্তা দিয়ে সামাজিক কাজকর্ম শুরু করে দিয়েছেন কর্তৃপক্ষ। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার জন্য বুধবারই কামদেবপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে আকাইপুর পঞ্চায়েতের হাতে একটি অ্যাম্বুল্যান্স তুলে দেন ওএনজিসি কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে হাজির ছিলেন ওএনজিসির ম্যানেজার মানস কুমার নাথ, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, আকাইপুর পঞ্চায়েতের প্রধান–সহ বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলি মণ্ডল ও গোপালনগর থানার ওসি অসীম পাল।

মানস বলেন, ‘এই এলাকায় মাটির নীচ থেকে তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানের কাজ চালাচ্ছে ওএনজিসি। দীর্ঘ কয়েক মাস ধরে পরীক্ষা, অনুসন্ধানের পর মনে হয়েছে, এই এলাকা থেকে তেল ও গ্যাস উৎপাদনের সম্ভাবনা আছে। আমরা আশা করছি নিশ্চিত ভাবেই কিছু পাওয়া যাবে। এর জন্য আরও অনুসন্ধান করা হবে।

বিশ্বজিৎ বলেন, ‘ওএনজিসি কর্তৃপক্ষ সম্ভাবনার কথা শুনিয়েছেন। তার মানে এই এলাকার মাটির নীচে তেল ও গ্যাস রয়েছে। এটা বাস্তবায়িত হলে নিশ্চিত ভাবেই এই এলাকার মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবেন। জমি অধিগ্রহণের ক্ষেত্রে এলাকার মানুষকে সব ধরনের সহযোগিতা করার কথা বলেছি।’

Previous articleদুর্গার বিভিন্ন রূপ নিয়ে পারফেক্ট ফ্যাশান রানওয়ে নাইট অনুষ্ঠিতহল কলকাতায় : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here