সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। পহেলগামে জঙ্গি হামলায় ভারতের ২৬ জন নাগরিকের প্রাণ যাওয়ার পর এই পদক্ষেপ করেছিল ভারত।

ভারত-পাক সংঘাতের আবহে আবারও সাধারণ মানুষের জন্য মহড়ার ঘোষণা করল কেন্দ্র। তবে এ বার দেশ জুড়ে নয়, শুধুমাত্র পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী পাঁচ রাজ্যেই হবে মকড্রিল। সরকারি সূত্রে খবর, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, এবং জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষদের জন্য যুদ্ধ মহড়ার ঘোষণা। বৃহস্পতিবার, অর্থাৎ আগামিকাল এই পাঁচ রাজ্যে হবে মকড্রিল।

উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলার পর একের পর এক ঘটনা পরম্পরায় ও ভারত-পাক সংঘাতের আবহে এর আগে ৭ মে দেশ জুড়ে মকড্রিলের ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু, ৭ মে ভোর রাতেই হয় ‘অপারেশন সিঁদুর’। পহেলগামে ২৬ নিরীহ মানুষকে হত্যার বদলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। তৎকালীন পরিস্থিতিতে দেশ জুড়ে চলে মক ড্রিল।
সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এবং কোনও বহিরাগত আক্রমণ হলে কী করা উচিত সেই বিষয়ে সাধারণ নাগরিককে প্রস্তুত রাখতেই এই মহড়ার আয়োজন। ভারত-পাক সীমান্তে বর্তমানে সংঘর্ষ বিরতি লঙ্ঘিত না হলেও সতর্ক ভারত। সীমান্তবর্তী রাজ্যগুলির পরিস্থিতিতেও রয়েছে কড়া নজর।

ব্ল্যাকআউট ও সাইরেন বাজানো হলে কী করা উচিত জনগণের সেই মহড়াই করানো হবে। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান একাধিকবার আকাশ পথে হামলা চালানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তবর্তী একাধিক রাজ্যে। সে সময় নাগরিক সুরক্ষার্থে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব-সহ একাধিক রাজ্যে দীর্ঘ সময়ের জন্য আলো বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ফের সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই যুদ্ধ মহড়া করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
