দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের বিভিন্ন মহল থেকে করোনা দুর্যোগ মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা নিয়ে সুর চড়েছে৷ টিকাকরণ কর্মসূচি থেকে শুরু করে লকডাউনে গড়িমসি। হাজারো প্রশ্ন। বিতর্ক।
কিন্তু এবার পাল্টা সমালোচনা কিংবা আত্মপক্ষ সমর্থন নয়। কোভিডের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে গিয়ে দৃশ্যতই আবেগবিহ্বল হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কান্নায় গলা প্রায় বুজে এল তাঁর। শুক্রবার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ বেশ কয়েকজন কোভিডযোদ্ধার সঙ্গে অনলাইন আলোচনায় বসেন মোদী। কাশী থেকে করা ওই বৈঠকে করোনার বাড়বাড়ন্ত রুখতে ও আমজনতাকে সুরক্ষিত রাখতে একগুচ্ছ পরিকল্পনা ও একাধিক কর্মসূচির পর্যালোচনাও হয়।
কিন্তু মহামারীতে প্রাণ হারানো পরিবারের কথা বলতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আমাদের একাধিক দিক একসঙ্গে মাথায় রেখে লড়তে হচ্ছে। সংক্রমণ আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। আর রোগীরাও অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি থাকছেন।’
ঠিক তখনই কান্নায় প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। জানান, ‘করোনা আমাদের অনেকের জীবন থেকে কাছের মানুষদের ছিনিয়ে নিয়েছে।’ এরপর কিছুক্ষণের বিরতি। ফের আবেগ সামলে প্রধানমন্ত্রী যোগ করেন, ‘আমি তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানাতে চাই। আর যাঁরা স্বজনহারা হলেন, তাঁদের প্রতি সমবেদনা।’