অতিরিক্ত কুয়ো খোঁড়ায় ক্ষোভ,দাদার মাথায় শাবলের কোপ দিল ভাই

0
822

দেশের সময় ওয়েবডেস্কঃ বাড়ির কাছেই মাটির রাস্তা চওড়া করবার প্রয়োজনে কুয়ো খোঁড়ার কাজ করছিলেন দাদা৷ কুয়ো অতিরিক্ত বড় করা হয়ে গেছে ,এমনই অভিযোগে দাদার ওপর শাবল নিয়ে চড়াও হয়ে সজোরে শাবল দিয়ে দাদার মাথায় আঘাত করে ভাই, শালের আঘাতে গুরুতর জখম হন দাদা আফসার আলী মন্ডল।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বনগাঁ থানার সবাইপুর এলাকায়৷ এই ঘটনায় অভিযুক্ত আফসার আলীর মাসতুতো ভাই মজনু মন্ডল৷ এদিন বনগাঁ হাসপাতালে দাঁড়িয়ে আহতের ভাইপো দাবি করেন, জেঠুর ওপর আচমকা শাবল নিয়ে হামলা চালায় মজনু, ঘটনার পর তড়িঘড়ি আহত কে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, আহতের মাথায় প্রায় কুড়িটি সেলাই দেওয়া হয়৷আফসার আলী চিচিকিৎসাধিন বনগাঁ হাসপাতালে।

মাথায় আঘাত গুরুতর ও প্রচুর রক্তক্ষরণের ফলে অবস্থার অবনতি হতে থাকে আফসারের, এরপর বনগাঁ হাসপাতালে চিকিৎসকরা আফসার কে কলকাতায় স্থানান্তরিত করেন, ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ৷

Previous articleগোপালনগরে বোমা ফেটে জখম শ্রমিক, তদন্দে নেমেছে পুলিশ
Next articleমেমোরিজ আবাউন্ড: গৌতম ঘোষ অন দ্য ডকুমেন্টারি ট্রেইল –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here