দেশের সময় ওয়েবডেস্কঃ : বাংলায় ৩০ জুলাই পর্যন্ত বজায় থাকল বিধিনিষেধ । তবে কিছু ছাড় ঘোষণা করেছে নবান্ন।
আগের মতোই স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া অন্য কোনও লোকাল ট্রেন চলবে না। মেট্রো চলবে সপ্তাহে ৫দিন। শনি–রবি বন্ধ থাকবে। মেট্রোয় মোট যাত্রী আসনের ৫০ শতাংশ যাত্রী নেওয়া যাবে মেট্রোয়। তবে মেট্রোয় এবার সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। দোকান–বাজার স্বাভাবিক সময়ের মতোই খোলা থাকবে। স্কুল–কলেজ বন্ধ থাকবে। গণপরিবহণ চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। তবে চালক, কন্ডাক্টর–সহ অন্য কর্মীদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। বন্ধ থাকবে সিনেমাহল, স্পা ও সুইমিংপুল। তবে সাঁতারুদের জন্য নির্দিষ্ট সময়ে অনুমতি থাকছে সুইমিংপুলে। বিয়েতে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।
এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্য সরকারকে চিঠি দিয়ে সতর্ক করেছিলেন। কেন্দ্রের চিঠিতে বলা হয়েছিল, বহু জায়গায় বিধি শিথিল করতে গিয়ে নতুন করে সংক্রমণের হার বাড়ছে। যা উদ্বেগজনক। সেই অঙ্গে আরও বলা হয়েছিল, সরকারের যে আধিকারিকরা যে এলাকায় দায়িত্বে রয়েছেন তাঁদেরও সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তারপরই নবান্ন নতুন নির্দেশিকা জারি করল। যা আগামী ১৬ জুলাই থেকে কার্যকর হবে। নতুন বিধি চলবে ৩০ জুলাই পর্যন্ত। এদিন নবান্নের নয়া নির্দেশিকায়, বলা হয়েছে সপ্তাহে পাঁচ দিন চলবে মেট্রো। ব্যাঙ্কের কাজেরও সময় বেড়েছে এক ঘণ্টা। নতুন নির্দেশিকা অনুযায়ী ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টে পর্যন্ত।
সিনেমা-সিরিয়ালের শ্যুটিং করা যাবে সর্বাধিক ৫০ জনকে নিয়ে। কোনও ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জমায়েত করা যাবে না। বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন জড়ো হতে পারবেন। মৃতদেহ সৎকারে ২০ জনের বেশি যাওয়া যাবে না।
একথা ঠিক যে দ্বিতীয় ঢেউ অনেকটাই স্তিমিত। বাংলায় অ্যাকটিভ কেসের সংখ্যাও অনেকটা কম। কিন্তু নতুন করে যাতে সংক্রমণ না বাড়তে শুরু করে তার জন্যই সতর্কবার্তা আসে কেন্দ্র থেকে। তারপরই এই বিধিনিষেধের নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
জরুরি পরিষেবায় যুক্ত অফিস আগের মতোই খোলা থাকবে। সাধারণ সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি হাজিরা নয়। অন্য দিকে বেসরকারি অফিস এবং কলকারখানায় হাজিরা থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ। প্রাতঃভ্রমণ ইত্যাদির জন্য পার্ক খোলা থাকবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত। তবে টিকা না নিলে পার্কে যাওয়া যাবে না। সমস্ত দোকান, বাজার বর্তমান নিয়মেই চালু থাকবে। রেস্তরাঁ, পানশালা, শপিং মল, ক্লাবে ৫০ শতাংশের বেশি উপস্থিতি নয়। সেগুলি খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। অন্য দিকে জিম খোলা থাকতে পারবে সকাল ৬টা থেকে বেলা ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত। সেলুন, বিউটি পার্লার বর্তমান নিয়মেই খোলা থাকবে। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।